31-12-14-PM_IGP_Gonobhaban-4

দৈনিকবার্তা–ঢাকা, ৩১ ডিসেম্বর : পুলিশ ও জনগণের প্রতি পরস্পরের দৃষ্টিভঙ্গি বদলানোর কথা বলেছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক৷দায়িত্ব নেওয়ার পর বুধবার বিকেলে পুলিশ হেড কোয়াটার্সে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি৷একেএম শহীদুল হক বলেন, পুলিশ ও জনগণকে একে অপরের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে৷ জনগণের সঙ্গে পুলিশের দূরত্বও দূর করতে হবে৷ পরস্পরের প্রতি দৃষ্টিভঙ্গি ও দূরত্ব ঘোচাতে পারলেই গণমুখী পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করা যাবে৷

দেশবাসীর কাছে দোয়া চেয়ে নতুন নিয়োগ পাওয়া আইজিপি বলেন, অন্যায়ের জন্য অতীতে কোনো পুলিশ সদস্যকে প্রশ্রয় দেওয়া হয়নি৷ এখনও এ ধরনের কোনো ঘটনার জন্য জিরো টলারেন্স দেওয়া হবে৷ সন্ত্রাস-জঙ্গিবাদকে চ্যালেঞ্জ হিসাবে উল্লেখ করে শহীদুল হক বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদকে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি৷ জনস্বার্থ, জননিরাপত্তা এবং জন শৃঙ্খলা বজায় রাখতে যা প্রয়োজন তা করা হবে৷দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সবার দোয়া চেয়েছেন তিনি৷ বাংলাদেশ পুলিশের নেতৃত্ব বুঝে নিয়ে সহকর্মীদের একতাবদ্ধ থেকে দেশের জন্য কাজ করতে বললেন নতুন মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক৷তার হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বাংলাদেশে সবচেয়ে দীর্ঘ সময় আইজিপির দায়িত্ব পালন করা হাসান মাহমুদ খন্দকার তার সময়ের সব অর্জনের কৃতিত্ব দিয়েছেন পুলিশ বাহিনীর সদস্যদের৷

বুধবার ঢাকায় পুলিশ সদরদপ্তরে দায়িত্ব হস্তান্তরের পর হাসান মাহমুদ খন্দকারকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়৷ রীতি অনুযায়ী বিদায়ী সালাম জানানোর পর পুলিশ সদস্যরা সাবেক পুলিশ প্রধানের গাড়িতে দড়ি বেঁধে টেনে নিয়ে যান সদরদপ্তরের ফটক পর্যন্ত৷সরকার মঙ্গলবার পুলিশের শীর্ষ পদে রদবদলের এই আদেশ জারি করে, যাতে অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুল হককে দেওয়া হয় পুলিশ প্রধানের দায়িত্ব৷আর র্যাদব প্রধানের দায়িত্ব পেয়েছেন বেনজীর আহমেদ, যিনি ঢাকার পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন৷ ঢাকার পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব পেয়েছেন পুলিশের প্রধান ডিআইজি আছাদুজ্জামান মিয়া৷আর র্যা বের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মোখলেসুর রহমান যাচ্ছেন অবসরে৷ আইজিপির কক্ষে ঊধর্্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নতুন পুলিশ প্রধানের হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে হাসান মাহমুদ বলেন, যা কিছু অর্জন- তা সব তোমাদের৷ বাকি যা থাকল তা নতুন নেতৃত্ব এগিয়ে নেবে৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন না পেলে পুলিশের গত কয়েক বছরের সাফল্য সম্ভব হতো না বলেও মন্তব্য করেন ২০১০ সালের ৩১ অগাস্ট থেকে এই বাহিনীকে নেতৃত্ব দিয়ে আসা হাসান মাহমুদ৷ তিনি বলেন, উনার (প্রধানমন্ত্রী) ব্যক্তিগত আন্তরিকতা আমাদের উত্‍সাহ যুগিয়েছে৷নতুন আইজিপি শহীদুল হক সহকর্মীদের উদ্দেশে বলেন, পেশাকে ভালবাসতে হবে৷ এক হয়ে কাজ করতে হবে৷আর পুলিশের দায়িত্ব যে জনগণের সেবা- সে কথা মনে করিয়ে দিয়ে পুলিশ কর্মকর্তাদের তিনি বলেন, একসঙ্গে কাজ করলে কোনে কিছুই বাধা হতে পারে না৷দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী বরণ ফ্যান ফেয়ার এর পর দীর্ঘদিনের কর্মস্থলে শেষবারের মতো সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন হাসান মাহমুদ৷

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতকোত্তর ডিগ্রিধারী হাসান মাহমুদ ১৯৮২ সালের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৪ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন৷কৃতিত্বের স্বীকৃতি হিসেবে হাসান মাহমুদ খন্দকার বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম), প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) ও ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) পদক পেয়েছেন৷ হাসান মাহমুদের সময়েই পুলিশ বাহিনী রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পদক পেয়েছে৷ পুলিশ প্রধানের র্যাঙ্কব্যাজ ২৭ বছর পর ফিরিয়ে দেওয়া হয়৷ এখন লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার থ্রি স্টার জেনারেলের মর্যাদা পাচ্ছেন আইজিপি৷পুলিশ মহা পরিদর্শকের দায়িত্ব পাওয়া আগে তিনি র্যাবের মহাপরিচালক পদেও ছিলেন৷

নতুন আইজিপি শহীদুল হক লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগে৷ ১৯৮৪ সালের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৬ সালে তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন৷জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করে আসা এই পুলিশ কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএও করেছেন৷চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালনের পর ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দায়িত্বে এসেছিলেন তিনি৷ সর্বশেষ অতিরিক্ত আইজিপি (প্রশাসন) হিসেবে কাজ করছিলেন তিনি৷