road-acc-620x330

দৈনিকবার্তা–ঢাকা, ৩১ ডিসেম্বর : ২০১৪ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৬৫৮২ জন, ২০১৩ সালে এ সংখ্যা ছিল ৫১৬২ জন৷ গত বছরের তুলনায় এবছর সড়ক দুর্ঘটনায় মৃতু্যর হার ২৭ ভাগ বেশি৷

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) ছোট মিলনায়তনে নিরাপদ সড়ক চাই এর আয়োজনে ‘২০১৪ সালের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান ও প্রতিবেদন প্রকাশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন৷  লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৪ সালে দুর্ঘটনার সংখ্যা ছিল ২৭১৩টি৷ এতে আহতের সংখ্যা ১০,৭৭০ জন এবং নিহত হয়েছে ৬,৫৮২ জন৷ এবারের উল্লেখযোগ্য সড়ক দুর্ঘটনা হলো নাটোরের সড়ক দুর্ঘটনা, এখানে মৃতু্য হয়েছে ৪৪ জনের৷ যশোরে বরযাত্রী গাড়ীর দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৭ জন৷ বিশিষ্ট সাংবাদিক জগলুল হায়দার চৌধুরী ২৯ নভেম্বর সড়ক দুর্ঘটনায় নিহত হন৷ এছাড়া নৌপথের বড় ট্র্যাজেডি পিনাক-২ এ লঞ্চডুবি৷ রেলপথে এ সপ্তাহের কমলাপুরের দুর্ঘটনা উল্লেখযোগ্য৷

তিনি বলেন, ২০১৪ সালে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে মোটরসাইকেল, হাইওয়েতে ছোট ছোট যান ভ্যান, রিকশা, নসিমন, সিএনজি ইত্যাদির কারণে৷ তাছাড়া মোটরসাইকেল ব্যবহারকারীরা হেলমেট ব্যবহার না করার কারণে, দুইজনের অধিক আরোহী ও অপ্রাপ্তবয়স্ক মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনায় বেশি নিহত হয়েছে৷ এছাড়াও বাস, ট্রাক ও মাইক্রোবাসে দুর্ঘটনার সংখ্যাও কম ছিল না৷ তবে দুঘর্টনায় মৃতু্যবরণকারীদের মধ্যে যাত্রীর চেয়ে পথচারীদের সংখ্যাই বেশি৷

এসময় সড়ক দুর্ঘটনারোধের ব্যাপারে ইলিয়াস কাঞ্চন কতিপয় সুপারিশ তুলে ধরেন৷ তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- চালকদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা, সব জেলায় একটি করে ড্রাইভিং ও মেকানিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা৷ দুঘর্টনার জন্য দায়ী সকল পক্ষকে শাস্তির আওতায় আনা ইত্যাদি৷ এসময় সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক নিশ্চিতে বিভিন্ন পরামর্শ দেন৷ এরমধ্যে চালকের সচেতনতা ও তাদের দায়িত্বশীল করার জন্য উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া, এসএসসি পাস দরিদ্র ও বেকার যুবকদের ঋণ প্রদানের মাধ্যমে দক্ষ চালক হিসেবে গড়ে তোলা, দুর্ঘটনার জন্য দায়ী সব পক্ষকে আইনের আওতায় আনতে প্রয়োজনে নতুন ধারা সংযোজন, সব মহাসড়ক এবং প্রধান সড়কে একমুখী চলাচলের সিদ্ধান্ত নিয়ে দীর্ঘ ও উচ্চতা সম্পন্ন সড়ক বিভাজনকারী রোড ডিভাইডারের ব্যবস্থা করাসহ দুর্ঘটনায় করণীয় বিষয়গুলো সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়৷

এছাড়া ট্রিপ কিংবা ডেইলি বেসিসে বা ভাড়া ভিত্তিতে পরিবহন ব্যবসা পরিচালনার বর্তমান রীতির কারণে সড়ক দুর্ঘটনা মারাত্মকভাবে বাড়ছে বলেও দাবি নিসচা’র৷ এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের যুগ্ম-মহাসচিব বেলায়েত হোসেন খান নান্টু, সাদেক হোসেন বাবলু, অর্থ সম্পাদক নাসিম , প্রচার সম্পাদক কামাল হোসেন খান প্রমুখ৷