জাতীয়তাবাদী ছাত্রদলের

দৈনিকবার্তা–ঢাকা, ৩১ ডিসেম্বর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী বৃহস্পতিবার৷প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার রাত ১২ টা ১ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে কেককাটা এবং বৃহস্পতিবার সকালে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে৷

শিক্ষা, ঐক্য, প্রগতি এই শ্লোগানকে সামনে রেখে ১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নামে সংগঠনটি প্রতিষ্ঠিত করেন বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান৷প্রতিষ্ঠার পর থেকেই জাতীয়তাবাদী ছাত্রদল বীরত্বের সঙ্গে বাংলাদেশে সকল গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে স্বক্রিয় ভূমিকা পালন করে আসছে৷বর্তমানে সংগঠনটির হাল ধরেছেন সর্বশেষ অনুমোদিত ছাত্রদল কমিটির সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক মো. ইসহাক সরকার৷

জানা যায়, জিয়াউর রহমান ১৯৭৮ সালে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন৷ তখন তিনি ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করার জন্য এর একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা অনুভব করেন৷ তাই তিনি ১ জানুয়ারি ১৯৭৯ সালে কেন্দ্রীয়ভাবে ছাত্রদল নামক সহযোগী সংগঠনটি প্রতিষ্ঠা করেন৷ জিয়াউর রহমানের জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে অনেক তরুণ সেই দিন অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যোগদান করেন৷ বর্তমানে যারা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের মধ্যে অনেকেই ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন৷

এদিকে, প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর নানা আয়োজনের মধ্যে দিয়ে সারাদেশে জন্ম দিন ও প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটি পালন করে থাকে ছাত্রদলের নেতৃবৃন্দ৷ ফলে ৩১ ডিসেম্বর রাত ১২ টা ১ মিনিটে ছাত্রদলের নেতৃবৃন্দ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে তাদের সংগঠনের জন্মদিন ও প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে৷এছাড়াও আয়োজন করা হয় র্যালি, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা৷