48422E35-613E-4ACD-B906-03395117FA89_w640_r1_s

দৈনিকবার্তা–ঢাকা, ৩১ ডিসেম্বর: গাম্বিয়ায় মঙ্গলবার একদল সৈন্যের অভু্যত্থান চেষ্টা ব্যর্থ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী৷ পশ্চিম আফ্রিকার দেশটির প্রেসিডেন্ট ইয়াহা জাম্মেহ বর্তমানে দুবাই সফরে রয়েছেন৷ এক সামরিক কর্মকর্তা বলেন, সেনাবাহিনীর পৰত্যাগকারী এক ব্যক্তিসহ সন্দেহভাজন তিন জনকে হত্যা করেছে প্রেসিডেন্ট ইয়াহিয়া জাম্মেহ’র অনুগত বাহিনী৷ ইয়াহিয়া জাম্মেহ গত ২০ বছর ধরে ক্ষুদ্র দেশটি শাসন করছেন৷

বিসাউ থেকে ওই কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, সেনাবাহিনীর পৰত্যাগকারীর নাম লামিন সানেহ৷ তার নেতৃত্বে আরো ছয় জন ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাজধানী বানজুলে প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালায়৷মঙ্গলবার ভোরে এ হামলায় নগরীতে আতংক ছড়িয়ে পড়ে৷ জাতীয় রেডিওর সম্প্রচার কয়েক ঘন্টা বন্ধ ছিল এবং রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারও বন্ধ রাখা হয়৷

বিরোধী রাজনীতিবিদ শেখ সিদা বায়ো বেসরকারি সেনেগালিস রেডিও’কে বলেন, জাম্মেহকে উত্‍খাতের প্রচেষ্টাই ছিল বিদ্রোহের লক্ষ্য৷সন্দেহভাজন তিন অভু্যত্থানকারী নিহত ও একজনকে আটক করে জাম্মেহ বাহিনী৷ তবে সংঘর্ষে ঠিক কতজন নিহত হয়েছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি৷নাম প্রকাশ না করার শর্তে এক সামরিক কর্মকর্তা জানান, গোটা পরিস্থিতি এখন পুলিশ ও সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে৷

গাম্বিয়ার এক কূটনীতিক জানান, প্রেসিডেন্ট গার্ডের সদস্যসহ সশস্ত্র ব্যক্তিরা মঙ্গলবার রাত তিনটির দিকে প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালায়৷ এক সামরিক সূত্র জানায়, তারা সরকারকে উত্‍খাত করতে চেয়েছিল৷ পশ্চিমা এক কূটনীতিক জানান, অভু্যত্থান প্রচেষ্টা স্পষ্টতই ব্যর্থ হয়েছে৷