দৈনিকবার্তা–কলাপাড়া,৩১ডিসেম্বর : অবশেষে কুয়াকাটার হোটেল-মোটেলসহ পর্যটন ব্যবসায়ীদের শঙ্কাই সত্যি হলো৷ জামায়াতের ডাকা দুই দিনের হরতালের সঙ্গে যোগ হয়েছে দুর্যোগপুর্ণ আবহাওয়া৷ মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে৷ বইছে কনকনে মৃদু শীতল হাওয়া৷
ফলে কুয়াকাটার ব্যবসায়ীরা কোটি কোটি টাকার লোকসানে পড়ে গেছে৷ নতুন বছরকে সামনে রেখে ব্যবসায়ীরা লাভের আশায় মুখিয়ে ছিলেন তা পন্ড হয়ে গেল৷ হোটেলের শত শত বুকিং বাতিল হয়ে গেছে৷ থার্টি ফার্স্ট নাইট উদযাপন কেন্দ্রীক সবকিছু ভেসত্মে গেছে৷ ২০১৪ সালের শেষদিন এবং নতুন বছরের প্রথম দিবসকে সামনে রেখে পর্যটক-দর্শনাথর্ীর আগেভাগে কিছু সমাগম ঘটে৷
কিন্তু হঠাত্ হরতালের কারণে মঙ্গলবার শেষ বিকাল থেকে তারাও হোটেল ত্যাগ করে কুয়াকাটা ছেড়েছে৷ যেখানে কুয়াকাটার দীর্ঘ সৈকত পর্যটক-দর্শনাথর্ীর পদভারে মুখরিত থাকার কথা সেখানে গেছে পর্যটক শুন্য হয়ে৷ মোট কথা পুরনো বছরের বিদায় এবং নতুন বছর কেন্দ্রীক উত্সবমুখর কুয়াকাটায় এখন বিরাজ করছে নিরানন্দ পরিবশে৷ ব্যবসায়ীরা লোকসানের ধকলে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন৷ কারণ একেকটি হোটেল মালিকের যেখানে দুই দিনে অনত্মত গড়ে দুই লাখ টাকা লাভ হওয়ার কথা সেখানে উল্টো লোকসানের বোঝা বইতে হলো৷ তবে স্থানীয় উদ্যোগে থার্টিফার্স্ট নাইট উদযাপনকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি আর কনকনে শীতে এসব অনুষ্ঠানে কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে৷