দৈনিকবার্তা–কলাপাড়া, ৩১ডিসেম্বর : দক্ষিণ জনপদের পর্যটন এলাকা কলাপাড়ার মানুষের কাছে ২০১৫ সালের অন্যতম প্রাপ্তি হচ্ছে শেখ কামাল ব্রিজের উদ্বোধন৷ দেশ স্বাধীনের পরে এই প্রথম যোগাযোগের ৰেত্রে সবচেয়ে বড় অর্জন কুয়াকাটাগামী সড়কের তিন নদীতে ব্রিজের নির্মাণ কাজ৷ যার একটি চালু হচ্ছে ২০১৫ সালে৷ আন্ধার মানিক নদীর উপরে সেতু নির্মাণ ছিল এ জনপদের লাখ লাখ মানুষের স্বপ্ন৷ যার বাসত্মব প্রতিফলন দেখতে পেয়ে সবাই উদ্বেলিত৷ সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীরা নিশ্চিত করে জানালেন, ২০১৫ সালে ব্রিজটি আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে৷
আন্ধার মানিক নদীর ওপরে শেখ কামাল সেতুটি নির্মিত হচ্ছে ৮৯১ দশমিক ৭৬ মিটার দীর্ঘ৷ ১৯টি স্প্যানের উপর সেতুটির দুই দিকে রয়েছে ৪০০ মিটার সংযোগ সড়ক৷ এটির ব্যয়-বরাদ্দ ৬৫ কোটি এক লাখ ৮৫ হাজার টাকা৷ ২০১০ সালের মে মাসে দরপত্র আহ্বান করা হয়৷ ২০১৩ সালের ১১ ডিসেম্বর সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা৷ ফের সময় বাড়ানো হয়েছে৷ বর্তমানে সেতুটির নির্মাণ কাজের অগ্রগতি ৮৫ ভাগ, এ তথ্য জানালেন সওজের প্রকৌশলী পান্না মিয়া৷ তিনি এও জানান, শেখ কামাল সেতুর বেশ কিছু আইটেমের কাজ শতভাগ শেষের দিকে৷ বিজ্রের দুই দিকের সংযোগ সড়কের কাজও একইসঙ্গে শেষ করা হচ্ছে৷ এ কারণেই আগামি ছয় মাসের মধ্যে ব্রিজটি চালু করা সম্ভব হচ্ছে৷
সেতুটির নির্মাণ কাজের দ্রম্নত গতি দেখে মানুষ তাদের প্রাপ্তির সঙ্গে প্রত্যাশার মিল খুঁেজ পেয়েছে৷ মুখিয়ে আছে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় যাওয়া দর্শনাথর্ী ও পর্যটক৷ এখন শুধু অপেৰার পালা কবে সেতু পার হয়ে সবাই ছুটে চলবে কুয়াকাটার বেলাভূমে৷ অবলোকন করবেন বিরল সেই দৃশ্য৷ পুব আকাশে ভোরের সাগরস্নাত সূযের্াদয়, আর সন্ধ্যায় পশ্চিম আকাশে সাগরের জলরাশিতে ডুবে যাওয়া সূর্যাসত্মের দৃশ্য৷