obaidul-kader_130822

দৈনিকবার্তা–ঢাকা, ৩১ ডিসেম্বর :  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুর কাদের বলেছেন, হরতালএখন অকেজো অস্ত্রে পরিণত হয়েছে৷বিরোধী দলকে এখন বিকল্প পথ অবলম্বন করা দরকার৷আ\’লীগ বিরোধীদলে থাকলে বিকল্প পথ অবলম্বন করবে৷বুধবার তেজগাঁ সড়ক ভবনে বাংলাদেশ শ্রমিক কর্মচারি ইউনিয়নের ‘দ্বি-বার্ষিক কাউন্সিল ২০১৪’ সভায় মন্ত্রী এ কথা বলেন৷ওবায়দুল কাদের বলেন, আমরাও চিরদিন ক্ষমতায় থাকবো না৷এক সময় আমাদেরকেও বিরোধী দলে যেতে হবে৷ তখন আমাদেরকেও হরতাল ছাড়া অন্য বিকল্প পথ অবলম্বন করতে হবে৷

তিনি বলেন,বিএনপি নেতাদের নির্যাতন সহ্য করার ক্ষমতা নেই৷হরতাল ডেকে নেতারা বাসায় ঘুমায়৷ যোগ্য নেতার অভাবেই বিএনপির আন্দোলন সফল হয় না বলে তিনি মন্তব্য করেন৷মন্ত্রী বলেন, জনগণ এখন আর হরতাল চায় না৷ হরতালের নামে অহেতুক সহিংসতা করলে কঠোর হস্তে দমন করা হবে৷ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়ার হতে ১০ পয়সাও লাগে না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷তিনি ঘোষণা দেন, তার মন্ত্রণালয়ে পার্সেন্টিস-কমিশন চলবে না৷ পার্সেন্টিস নিয়ে কাউকে বিশেষ সুবিধাও দেওয়া যাবে না৷ প্রমোশন হবে মেধা ও সিনিয়রিটির ভিত্তিতে৷নতুন বছরের আগমনের প্রাক্কালে নতুন শপথ আর অঙ্গীকার করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷

এ সময় সারাদেশ থেকে আগত কয়েক হাজার সড়ক কর্মচারীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান তিনি৷ সেতুমন্ত্রী বলেন, নতুন বছরে আমার স্লোগান হচ্ছে- করবো না মোরা দুর্নীতি, সুফল পাবে দেশ-জাতি৷এই সময় সমবেত কয়েক হাজার সড়ক পরিবহন কর্মকর্তা-কর্মচারী মন্ত্রীর সঙ্গে এ অঙ্গীকার বাক্য পাঠ করেন৷ মন্ত্রী বলেন, এখানে কোনো ইঞ্জিনিয়ারের বদলিতে টাকা লাগবে না৷ চিফ ইঞ্জিনিয়ার হতে ১০ পয়সাও লাগে না৷ সিনিয়রিটিরি ভিত্তিতে চিফ ইঞ্জিনিয়ার হবেন৷ মন্ত্রী বলেন, সড়ক যোগাযোগে অতীতের টেন্ডারবাজি, মারামারি ও খুনাখুনি এখন অতীতের ব্যাপার৷ এটা বিস্মৃত অতীত৷ এসব এখন আর চলবে না৷নতুন বছরে দুর্নীতি কমিয়ে আনার শপথ নিচ্ছেন মন্ত্রী এমনটি জানিয়ে তিনি বলেন, ২০১৫ সালের টার্গেট, আমরা দুর্নীতি ৬০ থেকে ১০ ভাগে কমিয়ে আনবো৷তিনি জানান, সংকটকালে প্রধানমন্ত্রী তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন৷ নেত্রীর মুখ রক্ষার জন্য তিনি এ কাজ করছেন৷

ওবায়দুল কাদের বলেন, নেত্রীর স্বপ্নের পদ্মাসেতু, ঢাকা-চট্টগ্রাম চার লেন, মেট্রোরেল, এলিভেটেড এঙ্প্রেসওয়ে এ সব তার স্বপ্ন ছিল৷ আমি পাইপলাইনে নিয়ে এসেছি মাত্র৷ কিন্তু, আমি একটা জায়গায় দুর্বল৷ সেটা হচ্ছে পরিবহন সেক্টর৷ সড়ক দুর্ঘটনা আমার দুর্ভাবনা৷ তিনি বলেন, সন্তানহারা জননীর কান্না, ভাইহারা বোনের ফরিয়াদ, পিতাহারা সন্তানের আহাজারি- এটা আমাকে কষ্ট দেয়৷ টেলিভিশনের স্ক্রলে দুর্ঘটনার খবর যখন দেখি, তখন আমি বেদনার তীরে বিদ্ধ হই৷ দুর্ঘটনার ১৪৪টি স্পট সংস্কারে ১৬৫ কোটি টাকার বরাদ্দ পেয়েছেন উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শিগগিরই এগুলো ঠিক করা হবে৷

মন্ত্রী তার পথচলায় সাংবাদিক ও সংবাদমাধ্যমের সহযোগিতার কথা তুলে ধরে বলেন, কুয়াশা, রোদ, ঝড়, বৃষ্টিতে আমার সঙ্গী হয়েছেন সাংবাদিকেরা৷ সড়ক দুর্ঘটনা রোধে, ক্যাম্পেইনেও তারা সহযোগিতা করেছেন৷ দুর্ঘটনা আর যানজটের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছি৷তিনি বলেন, দুর্ঘটনা রোধে অন্যান্য মন্ত্রণালয়েরও দায়িত্ব আছে৷ আমি নতুন সেই শপথ নিচ্ছি, যাতে দুর্ঘটনা অন্তত কিছুটা হলেও কমিয়ে আনতে পারি৷

মন্ত্রী বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা আমাকে নামাজের সিজদায় যেতে দেয় না৷ শরীরে এখনও মেটাল নিয়ে বেঁচে আছি৷ শীতে অনেক কষ্ট হয়৷ তবুও কষ্ট নিয়ে রাস্তায় ছুটে যাই৷ যতক্ষণ ক্ষমতা আছে, ততদিন আমি চেষ্টা করে যাবো৷ দেশের উন্নয়নে কোনো দল নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, হরতাল এখন দাবি আদায়ের অকেজো অস্ত্র হয়ে গেছে৷ ভবিষ্যতে বিরোধী দলে গেলেও এই শিক্ষা যেন সবাই-ই গ্রহণ করি৷বিএনপি নেতাদের উদ্দেশে মন্ত্রী বলেন, তারা হরতাল ডেকে এয়ারকন্ডিশন্ড রুমে আরামের শয্যা পাতেন৷ নেতারা আসেন না৷ নেতা না আসলেও কর্মীরাও তো আসবে না৷ বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্যাতন, অত্যাচার মোকাবেলা করার সাহস থাকতে হবে৷ সরকার যদি জানতো, আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করবেন, তাহলে এতে র্যাব-পুলিশ-বিজিবি লাগতো না৷ তেজগাঁও সড়ক ভবনে আয়োজিত বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচনে আরো বক্তব্য রাখেন- জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন খোন্দকার প্রমুখ৷