30-12-14-PM_New Book Distribution-4

দৈনিকবার্তা-গাজীপুর, ৩০ ডিসেম্বর: বিএনপি-জামায়াতের হরতাল আহবান সত্ত্বেও প্রতিবছরের মত এবারও ১ জানুয়ারি সারাদেশে বই উত্‍সব পালন করা হবে৷শিক্ষামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ এ কথা জানান৷

তিনি বলেন, বিএনপি-জামায়াত জাতিকে সব সময় শিক্ষার আলো থেকে দূরে রাখতে চায় বলেই কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষার সময় বা তাদের বই উত্‍সবের দিন, তারা হরতাল দিয়ে থাকে৷ প্রকৃত রাজনৈতিক দলের কাছে এটি কারো কাম্য হতে পারে না৷মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার গণভবনে ১ম থেকে ৯ম শ্রেণী পড়ুয়া শিক্ষাথর্ীদের হাতে পাঠ্যপুসত্মক তুলে দিয়ে বই বিতরণ উত্‍সব ২০১৫ এর উদ্বোধন করেছেন৷

তিনি বলেন, পয়লা জানুয়ারি রাজধানীর মতিঝিল বয়েজ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে পাঠ্যপুসত্মক বিতরণ উত্‍সব ২০১৫ পালন করবে৷

মন্ত্রী বলেন, এভাবে সারাদেশে ১ম থেকে ৯ম শ্রেণীর ৪ কোটি ৪৪ লাখ ৫২ হাজার ৩৭৪ শিৰাথর্ীর হাতে বিনামূল্যে বিভিন্ন রংঙের ৩২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ৪৯৩টি নতুন বই তুলে দিয়ে এ উত্‍সব পালন করা হবে৷ এদিন সারাদেশের জনগণ এ উত্‍সবে মেতে উঠবে বলেও তিনি আশা প্রকাশ করেন৷