nasim_108696_0

দৈনিকবার্তা-সিরাজগঞ্জ, ৩০ ডিসেম্বর: আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া হরতালের নামে নিরীহ মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করছেন এবং দেশের গণতন্ত্র হত্যার জন্য আবারো মাঠে নেমেছেন৷ যু্দ্ধাপরাধী দল জামাতকে সঙ্গে নিয়ে মানুষ পুড়িয়ে মারার মতো হিংস্রতা শুরম্ন করেছেন৷ নাসিম মঙ্গলবার সিরাজগঞ্জে নার্সেস ট্রেনিং ইন্সটিটিউট চত্তরে স্বাস্থ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷

সিভিল সার্জন ডা. সামসুদ্দীনের সভাপতিত্বে রাজশাহীর স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হেদাযেতুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন, পুলিশ সুপার এসএম এমরান হোসেন, নারী পক্ষের ডা. নাজমুন্নাহার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সুর্য্য ও গোলাম কিবরিয়া প্রমুখ বক্তব্য রাখেন৷

৭১’র ঘাতক, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য ডাকা হরতালে জনগণের কোন সাড়া মিলবে না উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত নারী নির্যাতনকারী নরঘাতকদের বিচারের প্রশ্নে কোন আপোষ নেই৷পরে মন্ত্রী নারী বান্ধব মেলার ষ্টল ঘুরে দেখেন এবং ২শ’ ৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আইসিসিইউ ইউনিটের উদ্বোধন করেন৷

এদিকে সন্ধ্যায় তিনি কাজীপুরে সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি ও গুড়জিয়া গ্রামে ২৮৪ গ্রাহকের বাড়িতে বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন৷
এ সময় পলস্নী বিদ্যুতের জিএম তুষার কানত্মি দেবনাথ, ডিজিএম সুলতান নাসিমুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন৷

মোহাম্মদ নাসিম বলেন, বেগম খালেদা জিয়া আন্দোলনের নামে যতই বড় বড় কথা বলুন না কেন, এটি প্রমাণিত যে, মুষ্টিমেয় কিছু হতাশ ও জনসমর্থনহীন ব্যক্তি ছাড়া তার সঙ্গে আর কেউ নেই৷ বিগত মহাজোট সরকারের সময় বিএনপি-জামায়াত অপশক্তি আগুনে পুড়িয়ে মানুষ খুন, যানবাহনসহ দেশের সম্পদ ধ্বংস করে কি অর্জন করেছেন তা তিনিই ভাল জানেন৷

বিএনপিকে হিংসা, বিদ্বেষ, সন্ত্রাসের পথ পরিহার করে নিয়মতান্ত্রিক রাজনীতির পথে ফিরে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, জনগণের দ্বারা নির্বাচিত বর্তমান সরকারকে সহযোগিতা করম্নন৷ যদি যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করে বিএনপি গণতন্ত্রের পথে ফিরে আসে, তবে সরকার তাদেরকে সর্বতোভাবে সহযোগিতা করবে বলেও জানান তিনি৷