30-12-14-PM_New Book Distribution-3

দৈনিকবার্তা-ঢাকা, ৩০ ডিসেম্বর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোয়াখালীতে নারী স্কুল শিক্ষকের হত্যাকান্ড এবং ঢাকায় অপর এক নারী শিৰক অগি্নদগ্ধ হবার ঘটনায় বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের দায়ী করে কঠোর হুশিয়ারি উচচারণ করে বলেছেন, তাঁর সরকার এ ধরনের ঘটনা আর সহ্য করবে না এবং প্রয়োজনে এ ধরনের হত্যাকান্ড বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে৷

শেখ হাসিনা বলেন,বিএনপি-জামায়াতের এ ধরনের অপরাধের নিন্দা জানানোর ভাষা আমার নেই৷ নোয়াখালীতে স্কুল শিক্ষকের মর্মানত্মিক হত্যাকা-ের জন্য বিএনপি-জামায়াতই দায়ী৷তিনি এ ধরনের অপরাধ করা থেকে বিরত থাকতে বিএনপি-জামায়াতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড আর সহ্য করব না এবং এ ধরনের অপরাধ বন্ধে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷

প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই হুশিয়ারী উচ্চারন করেন৷

প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং সমমানের পরীৰার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এডভোকেট মুসত্মাফিজুর রহমান এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হসত্মানত্মর করেন৷প্রধানমন্ত্রী একই অনুষ্ঠান থেকে সারাদেশে পাঠ্য বই বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করেন৷

প্রধানমন্ত্রী শিক্ষাখাতের উন্নয়নে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে বলেন, তাঁর সরকার দেশের উন্নয়নে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে৷তিনি বলেন, তাঁর সরকার দেশকে নিরক্ষরতা ও দারিদ্র্য মুক্ত করতে শিক্ষাখাতে ব্যয়কে বিনিয়োগ হিসেবে মনে করছে৷ তিনি বলেন, শিক্ষায় ব্যয় হচেছ বিনিয়োগ৷ এই বিনিয়োগ দিয়ে আমরা জাতিকে নিরক্ষর ও দারিদ্র্য মুক্ত করব৷ তিনি বলেন, শিৰা ছাড়া কোন জাতি দারিদ্র্যমুক্ত হতে পারে না৷

শেখ হাসিনা বলেন,শিক্ষাখাতের অধিকাংশ সমস্যার সমাধান করা হয়েছে৷ এ সত্ত্বেও দেশের বিভিন্ন এলাকায় কিছু স্কুল রয়েছে, যেগুলো পুনরায় নির্মাণ করা হবে৷

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ৰমতায় আসার পর পাবলিক পরীৰা সম্পর্কে শিক্ষাথর্ীদের মধ্যে আস্থা সৃষ্টি করার লক্ষ্যে দেশে পিএসসি ও জেএসসি পরীক্ষা চালু করেছে৷ এর আগে শিক্ষাথর্ীরা শুধু প্রথম পাবলিক পরীক্ষা হিসেবে এসএসসি পরীৰায় অংশ নিয়েছে৷ এতে শিক্ষাথর্ীদের মধ্যে উদ্বেগ-উত্‍কন্ঠার সৃষ্টি হতো৷ পিএসসি ও জেএসসি পরীক্ষা চালু করার পর সকল শিক্ষাথর্ী তাদের শিক্ষকদের কাছ থেকে যথাযথ শিক্ষা পাচেছ এবং সকল শিক্ষাথর্ী বৃত্তি পরীক্ষা দিচেছ৷ এর আগে একটি স্কুলের কিছুসংখ্যক শিক্ষাথর্ী ৫ম শ্রেণী ও ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য মনোনিত হতো৷ ফলে শিক্ষকরাও শুধু ওই সকল শিক্ষাথর্ীর জন্য বিশেষ নজর দিতেন৷ অন্য শিক্ষাথর্ীরা তাদের কাছ থেকে ভাল শিক্ষা পেত না৷

তিনি বলেন, এখন শিক্ষাথর্ীদের ফলাফল অনুযায়ী বৃত্তি দেয়া হবে৷ এখন ছাত্র, শিক্ষক ও অভিভাবক সকলেই এই পরীক্ষার জন্য মনোযোগী৷প্রধানমন্ত্রী দেশে নারী শিক্ষাথর্ীর সংখ্যা বৃদ্ধি সম্পর্কে বলেন, মেয়েরা এখন ছেলেদের চেয়ে ভাল করছে৷ প্রধানমন্ত্রী বিপুলসংখ্যক বই প্রকাশ ও বিতরণ করা একটি চ্যালেঞ্জ হিসেবে উলেস্নখ করে যথা সময়ে এ সকল বই প্রকাশ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান৷

প্রধানমন্ত্রী ২০১৫ সালের শিক্ষাবর্ষের জন্য পাঠ্যবই বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷ তিনি প্রথম শ্রেণীর শিক্ষাথর্ী আমিনা তসলিম করবির হাতে এক সেট বই তুলে দিয়ে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন৷প্রধানমন্ত্রী সকলের জন্য শিৰা কর্মসূচি নিশ্চিত করতে সরকারি উদ্যোগের অংশ হিসেবে এই প্রথমবারের মতো মাল্টিমিডিয়া গ্রন্থের বিতরণ ও উদ্বোধন করেন৷

পাশাপাশি শেখ হাসিনা সকল শিক্ষাথর্ীদের জন্য উপযোগী মিডি ভারসনে পূর্ণাঙ্গ অডিও ডিজিটাল মাল্টিমিডিয়া গ্রন্থের একটি পূর্ণাঙ্গ টেঙ্ উদ্বোধন করেন৷শিক্ষা সচিব নজরুল ইসলাম খান এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আখতার হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন৷ অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা উপস্থিত ছিলেন৷

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব আবুল কালাম আজাদ এবং প্রেস সেক্রেটারী এ কে এম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন৷