ECnes_bg_banglanews24_398331834

দৈনিকবার্তা–ঢাকা, ৩০ ডিসেম্বর: জাতীয় অর্থনৈতিক পরিষদ’এর (একনেক) সভায় ৭ হাজার ১৭ কোটি টাকার মোট ১১টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে৷সভায় আট শত আটষট্টি (৮৬৮) কোটি টাকা ব্যায়ে ন্যাশনাল গ্যাস এ্যফিসিয়েন্সি প্রকল্পও গ্রহন করা হয়েছে৷ জাপানি উন্নয়ন সংস্থা (জাইকা)’র আর্থিক সহায়তায় গৃহিত এ প্রকল্পটি একনেক অনুমোদন করেছে৷ গ্যাসের চাপ বাড়াতে দু’টি গ্যাস ফিল্ডে মোট ৬টি ওয়েলহেড কম্প্রেসার স্থাপনই এ প্রকল্পের মূল লৰ্য৷আজ মঙ্গলবার একনেকর এক সভায় এ’টি অনুমোদিত হয়৷বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেড এ প্রকল্পটি ২০২০ সালের জুন মাস নাগাদ বাসত্মবায়িত করবে৷

এসব প্রকল্পের মোট ব্যয়ের ২হাজার ১শ ৭৬কোটি টাকা বাংলাদেশ সরকার এবং সংশিস্নষ্ট সংস’াগুলোর নিজস্ব তহবিল থেকে ২৪কোটি দেয়া হবে৷ প্রকল্প সাহায্য হিসেবে ৪হাজার ৮শ ১৭ কোটি টাকা পাওয়া যাবে৷ মঙ্গলবার শেরে বাংলা নগরে এনইসি ভবনে অনুষ্ঠিত একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন৷অনুমোদিত মোট ১১টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প ১০টি এবং সংশোধিত প্রকল্প ১টি রয়েছে৷

সভায় মন্ত্রী পরিষদের সদস্যগণসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷ মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিঞ্জপ্তিতে একথা বলা হয়৷এতে বলা হয়,বাংলাদেশের গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে তিতাস ও নরসিংদী গ্যাসক্ষেত্রের গ্যাসের চাপ দিন দিন কমে আসছে৷ এর ফলে এদুটো গ্যাসফিল্ড থেকে গ্যাস উত্‍পাদন ও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ দিন দিন কমে যাচ্চে৷ গ্যাসের চাপ এভাবে কমতে থাকলে আগামী ৩ থেকে ৭ বছরের মধ্যে এদ’ুটো গ্যাস ৰেত্র থেকে জাতীয় গ্রিড লাইনের চাপের সাথে তাল মিলিয়ে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না৷ এ সমস্যার সমাধান পেতে এদুটো গ্যাসফিল্ডে মোট ৬টি ওয়েলহেড কম্প্রেসার স’াপন করবে সরকার৷ ফলে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে এবং উত্‍পাদন ও সরবরাহ বেড়ে যাবে৷ কম্প্রেসার স্থাপনের জন্যই ৮শ’৬৮ কোটি টাকার এ প্রকল্পটি একনেক অনমোদন করেছে৷

এদিকে, গ্যাসের অপচয় ও সিস্টেমলস ঠেকাতে এখন থেকে সব গ্যাস সংযোগ প্রি-পেইড মিটার ভিত্তিক করা হচেছ৷ এ সম্পর্কিত ন্যাচারাল গ্যাস এনার্জি এ্যফিসিয়েন্সি প্রকল্প নামে অপর একটি প্রকল্পের আজকের একনেক সভায় অনুমোদিত হয়েছে৷এ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় দু’ধাপে মোট ৬০,০০০ গৃহস্থালী প্রি-পেইড মিটার স্থাপন করা হবে৷ এতে করে গ্যাসের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পরিকল্পনা মন্ত্রী আহম মুসত্মফা কামাল৷

একনেক’র সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এ প্রকল্পের আওতায় চট্টগ্রামের গৃহস্থালীতে প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন করা হবে৷ পর্যায়ক্রমে সারাদেশব্যাপী সবক্ষেত্রেই প্রি-পেইড গ্যাস মিটার বসানো হবে৷প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২৪৬ কোটি টাকা৷ এর মধ্যে সরকার দেবে ৮১ কোটি টাকা, প্রকল্প সাহায্য হিসেবে ১৫৪ কোটি টাকা এবং সংস’ার নিজস্ব তহবিল থেকে ১১ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে৷ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড( কেজিডিসিএস) জুলাই ২০১৪ থেকে ডিসেম্বর ২০২০ মেয়াদে প্রকল্পটি বাসত্মবায়িত করবে৷

সভায় বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র(এমডিএসপি)’ নামক একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে৷ চট্টগ্রাম-সন্দীপ-হাতিয়া-বরিশাল উপকূলীয় রুটে দক্ষ যাত্রীবাহী জাহাজ নির্মাণ’ প্রকল্প,’বাংলাদেশের ১৩টি নদী বন্দরে ১ম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার নির্মাণ ‘ প্রকল্প, ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিৰা কার্যক্রম(৬ষ্ঠ পর্যায়)’,’ইকনোমিক এমপাওয়ারমেন্ট অব দ্যা পুরেষ্ট ইন বাংলাদেশ(ইইপি) – ২য় সংশোধিত, দরংপুর বিভাগে মত্‍স্য উন্নয়ন’, ‘সোনাইমুড়ি, কালিগঞ্জ, আড়াইহাজার এবং মঠবাড়িয়া উপজেলায় কারিগরি প্রশিৰণ কেন্দ্র ও হোস্টেল নির্মাণ, ব্রড ব্যাংক স্থাপন(৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়৷