দৈনিকবার্তা-ঢাকা, ২৯ ডিসেম্বর: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির ডাকা হরতালে ঢাকার চিত্র দেখলে মনে হবে না হরতাল চলছে৷ ঢাকাবাসীসহ বাংলাদেশের মানুষ হরতাল প্রত্যাখ্যান করেছে৷
সোমবার সকালে বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন৷ড. হাছান মাহমুদ বলেন, দেশবাসী বিএনপির ডাকা হরতাল প্রত্যাখ্যান করায় আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই৷ খালেদা জিয়া গাজীপুরে সমাবেশ না করতে পারার লজ্জা ঢাকতে হরতাল দিয়েছে৷ অথচ তাদের সেই হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে৷
এ সময় তিনি নিজ দলের কর্মীদের উদ্দেশে বলেন, বিএনপি-জামায়াত জোটের কর্মীদের কোথাও পাওয়া মাত্রই গণধোলাই দেবেন৷
তিনি বলেন,বিএনপি-জামায়াত জোটের কর্মীদের পাড়া-মহল্লায় প্রতিরোধ করতে হবে৷এরা ডাকাত-ছিনতাইকারির চেয়ে ভয়ংকর৷এদেরযেখানেই পাবেন,গণধোলাই দেবেন৷এরা (বিএনপি-জামায়াত জোটের কর্মী) আর রাজনৈতিক কর্মী নয় দুস্কৃতি কারি৷বেগম জিয়া দুস্কৃতিকারিদের নেত্রী৷ পেট্টল বোমা নিক্ষেপ কোনো রাজনৈতিক কর্মীর কাজ নয়৷
তিনি আরো বলেন,গয়েশ্বর গ্রেপ্তার হয়েছে, ডিপফ্রিজে চলে গেছে বিএনপি আরো দুই-একজনকে গ্রেপ্তার করলে কোনো নেতাকর্মীকেও খুঁজে পাওয়া যাবে না৷
২০১৩ সালের মতো দেশে কোনো ধরণের নৈরাজ্যের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হতে বাধ্য হবে উল্লেখ করে গণমাধ্যমকে বিএনপির সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি৷
ড. হাছান মাহমুদ বলেন, আন্দোলনের নামে কোনো ধরনের নৈরাজ্য হলে জনরোষের শিকার হবে বিএনপি৷তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে আন্দোলনের নামে আবারো নতুন করে ষড়যন্ত্র করছে তারা৷ খালেদা জিয়ার ডাকে নাকি জনগণ রাস্তায় নেমে যাবে৷ কিন্তু গাজীপুরে হরতাল ডেকে একজনও রাস্তায় নামেনি৷রাজপথে নামার হুমকি দিলেও আন্দোলন করার সাহস ও সামথর্্য কোনটাই বিএনপির নেই বলে তিনি উল্লেখ করেন৷
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, হেদায়েতুল ইসলাম স্বপন, শিক্ষক নেতা শাজাহান আলম সাজু প্রমুখ৷