image_168947.muhith

দৈনিকবার্তা-ঢাকা, ২৯ ডিসেম্বর: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ভারতের সঙ্গে জ্বালানী সহযোগিতা নিয়ে আলোচনা করতে বাংলাদেশ আগ্রহী৷ জ্বালানি খাত, সড়ক এবং অবকাঠামো উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়৷ বাংলাদেশ ও ভারত পরবতর্ী তিন মাসের মধ্যে এ বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনায় বসতে অধির আগ্রহে অপেক্ষা করছে৷

অর্থমন্ত্রী আবুল মাল বলেন, বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতের সাথে উচ্চ পর্যায়ে আলোচনা করেছে৷ আগামী কয়েক মাসের মধ্যে দু’দেশ পর্যায়ে আরো আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে৷অর্থমন্ত্রী রোববার রাতে কলকাতায় বেঙ্গল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজে এক আলোচন সভায় একথা বলেছেন৷তিনি বলেন, ভারতে নতুন সরকার গঠিত হবার পর কিছু বিষয়ে দ্বিপৰীয় আলোচনার প্রয়োজন৷ এর মধ্যে জ্বালানী সহযোগিতার বিষয়টিও রয়েছে৷

জ্বালানী সহযোগিতার পাশাপাশি নৌপথ ও স্থল পথ ব্যবহার করার বিষয় নিয়েও আলোচনা হবে৷মুহিত বলেন, গত অক্টোবর মাসে ওয়াশিংটনে আমরা ভারত সরকারের সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করেছি৷ আমরা তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি, প্রকৃত ঘটনাটি কি এবং পূর্বে কি ছিল৷ এখন আমরা দ্বিপক্ষীয় পর্যায়ে আলোচনা করব৷ এরমধ্যে অন্যতম হলো জ্বালানী সহযোগিতার বিষয়টি৷ এই বিষয়টির সঙ্গে শুধুমাত্র বাংলাদেশ ও ভারত সম্পৃক্ত নয়৷ ভূটান ও নেপালও জড়িত৷

বাংলাদেশ বর্তমানে ভারত থেকে ৫শ’ মেঘাওয়াট বিদু্যত্‍ আমদানি করছে এবং প্রবৃদ্ধির হার স্থিতিশীল রাখতে আরো বিদু্যত্‍ আমদানি করতে চায়৷ অর্থমন্ত্রী নিম্নমানের সড়ক ও বন্দরে উদ্বেগ প্রকাশ করে বলেন, উভয় দেশের জন্য এর উন্নয়ন খুবই প্রয়োজন৷