দৈনিকবার্তা-চাঁদপুর, ২৮ ডিসেম্বর: বিএনপির সরকার পতন করা প্রসঙ্গে ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিক্রম বলেছেন, সংবিধান মোতাবেক দেশ পরিচালিত হচ্ছে৷ আন্দোনের নামে নাশকতা করে লাভ নেই, ২০১৯ সালের ৫ জানুয়ারির আগে এ দেশে আর কোন নির্বাচন হবে না৷
একই সাথে বিএনপির ২৯ ডিসেম্বরের হরতাল প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোসত্মাফা কামাল বলেছেন, দেশের মানুষ উন্নয়ন চায়৷ আন্দোলন আর নাশকতা চায়না৷ মানুষ মারা আর গাড়ি ভাঙ্গার রাজনীতি যারা করে তারা বেশিদূর এগোতে পারেব না৷ এখন দেশকে কত এগিয়ে নেয়া যায় এখন সে প্রতিযোগীতাই সকলকে করতে হবে৷
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীতে মতলব সেতুর ভিত্তি ফলক উন্মচন অনুষ্ঠানে রবিবার দুপুরে সরকারের দুই মন্ত্রী এসব কথা বলেন৷ জেলা প্রশাসক ইসমাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. সামছুল হক ভূইয়া এমপি, নূর জাহান বেগম মুক্তা এমপি, হোসনে আরা বাবলি এমপি, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, ফ্রান্স আ’লীগের সভাপতি মো. মিজান চৌধুরী মিন্টুসহ আরো অনেকে৷
এখানে উল্লেখ থাকে যে, প্রায় ৮৫ কোটি টাকা ব্যায়ে ৪২.৬৮ মিটার দৈর্ঘ্য এবং ১০.৫০ মিটার প্রস্থ সেতু নির্মাণ করা হবে৷ সড়ক ও জনপদ বিভাগ এটি বাসত্মবায়ন করবে৷