দৈনিকবার্তা-ঢাকা,২৮ ডিসেম্বর: আগামী ফেব্রুয়ারীতে বিশ্বকাপের শুরুতে নিজের ফিট হয়ে ওঠা নিয়ে নিজেই সন্দেহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক৷ তবে টুর্নামেন্ট চলাকালে কোন এক পর্যায়ে মাঠে ফেরার বিষয়ে আশাবাদী তিনি৷কয়েক মাসের মধ্যে ভারতের বিপক্ষে এডিলেডের প্রথম টেস্টে চতুর্থবার হ্যামস্ট্রিংইজুরিতে পড়ায় অস্ত্রোপচার করতে হয় ক্লার্ককে৷অস্ত্রোপচারের পর বেশ ভাল অনুভব করছেন ক্লার্ক তবে ১৪ ফেব্রুয়ারী ইংল্যান্ডের বিপৰে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে ফিট হওয়া নিয়ে নিজেই সন্দেহ প্রকাশ করেন তিনি৷
চ্যানেল নাইনকে ক্লার্ক বলেন, এই মুহূর্তে যেভাবে সব কিছু এগুচ্ছে তাতে সত্যিই আমি আত্মবিশ্বাসী৷ এমন ধারা অব্যাহত থাকলে সত্যিই আমার বিশ্বকাপে খেলার ভাল সম্ভাবনা আছে৷আমি মনে করছি, অবশ্যই বিশ্বকাপের অধিকাংশ ম্যাচ আমি খেলতে পারব৷তিনি আরো বলেন, আশা করছি দলে পুনরায় ফেরার জন্য নির্বাচকরা আমাকে একটা সুযোগ দেবেন৷
ক্লার্কের অনুপুস্থিতিতে টেস্ট দলের নেতৃত্ব দিচেছন স্টিভেন স্মিথ এবং সম্প্রতি নিজ মাঠে দক্ষিণ আফ্রিকার বিরম্নদ্ধে জয়ী ওয়ানডে সিরিজে দলের নেতৃত্ব দিয়েছেন জর্জ বেইলি৷এডিলেডে দুঃখজনক হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর তিনি আর হয়তো কখনোই খেলতে পারবেন না বলে সাংবাদিকদের বলেছিলেন ক্লার্ক৷তারপর থেকেই সে সকল মনত্মব্য থেকে ফিরে এসেছেন এবং পনুরায় মাঠে ফেরার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ হয়েছেন তিনি৷
ক্লার্ক বলেন, অত্যনত্ম আবেগপ্রবণ হয়ে এডিলেডে তেমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন তিনি এবং তারপর থেকেই ডাক্তাররা তার সুস্থ হয়ে ওঠার বিষয়ে আত্মবিশ্বাস যুগিয়েছেন৷বিশ্বকাপের প্রথম দিকে ক্লার্ক খেলতে না পারলে বেইলি দলের নেতৃত্ব দিতে পারেন৷ তবে ভারতের বিপক্ষে চলমান টেস্টে পরপর তিন সেঞ্চুরি হাকিয়ে এবং ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিশ্ব মানের বোলিংকে তছনছ করে স্মিথও বিবেচনায় রয়েছেন৷