দৈনিকবার্তা-ঢাকা,২৮ ডিসেম্বর: আওয়ামী লীগ সরকারকে দানব আখ্যায়িত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দানব বাংলার সব অর্জনকে ধ্বংস করে দিয়েছে৷ গুম মানবতার বিরুদ্ধে অপরাধ৷ এই অপরাধের জন্য আমি এই সরকারকে দায়ী করছি৷
রোববার জাতীয় প্রেস ক্লাবে সিঙ্গাপুর বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন৷ বিএনপির নেতা-কর্মীদের গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে এ আলোচনা সভার আয়োজন করা হয়৷ বিচার বহির্ভূত প্রতিটি গুম ও খুনের জন্য শেখ হাসিনাকে জনগণের কাছে জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবৈধ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে৷ তিনি বলেন, মন্ত্রী-এমপিদের দাম্ভিকতা শুনে মনে হচ্ছে তারা এদেশের রাজা আর দেশটি তাদের পৈত্তৃক সম্পত্তি৷ তাদের (মন্ত্রী-এমপি) আচরণে প্রমাণিত হচ্ছে গত ৫ জানুয়ারি (বিতর্কিত) নির্বাচন একতরফা করতেই তখন বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয়েছিল৷
এসময় গত ৫ জানুয়ারি (বিতর্কিত) নির্বাচনকে কেন্দ্র করে ৩১০ জনকে হত্যা ও ৬৫ জনকে গুম করা হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল৷ তিনি বলেন, গুম ও খুন মানবতাবিরোধী অপরাধ আর সে হিসেবে এ সরকারও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত৷ যারা গুম ও খুনের সঙ্গে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বলেও উল্লেখ করেন বিএনপির এ নেতা৷ফখরুল বলেন, আমরা এখন নিদারুণ কষ্টে আছি৷ আমার মনে হয় না, কোনো গণতান্ত্রিক সরকারের আমলে ইতিপূর্বে এত কষ্ট করতে হয়েছে৷
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আক্ষেপ করে বলেন, নিখোঁজদের সন্ধান করতে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি৷ দেশে বলেছি, আন্তর্জাতিক ফোরামে বলেছি৷ কিন্তু কোনো লাভ হয়নি৷ এ কোন রাষ্ট্র? কোন গণতন্ত্র? যে রাষ্ট্র আমার ছেলেদের খোঁজ দিতে পারে না৷
ফখরুল অভিযোগ করেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর প্রমাণিত হয়েছে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য, নির্বাচন পার করার জন্য সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করেছে৷
আওয়ামী লীগ নেতাদের নানা বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, প্রতিদিন তাদের দম্ভোক্তি শুনে মনে হয়, তারা হলেন রাজা, বাকি সবাই প্রজা৷ তারা জোর করে ক্ষমতায় টিকে আছেন৷ গণতান্ত্রিক পদ্ধতিকে রুদ্ধ করে দিয়েছেন৷
তিনি নিখোঁজ হওয়া বিএনপির নেতা-কর্মীদের স্বজনদের সান্ত্বনা দিয়ে বলেন, এই জঘন্য সরকারকে বিদায় করে তাদের খুঁজে বের করবো৷ তা না পারলে এ ঘটনায় যারা জড়িত, তাদের বিচার করবো৷ এজন্য এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, পরাজিত করতে হবে৷সিঙ্গাপুর বিএনপির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, নির্বাহী কমিটির সদস্য শরিফুল আলম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ কয়েকজন নিখোঁজদের পরিবারের স্বজনেরা৷ পরে সিঙ্গাপুর বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে নিখোঁজ বিএনপির ২০ পরিবারের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক তুলে দেন মির্জা ফখরুল৷
এদিকে, শাহজাহানপুরে গাড়ি ভাংচুর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর চার্জ গঠনের শুনানি পিছিয়ে ২০ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত৷এ মামলার অন্যতম আসামি যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল অনুপস্থিত থাকায় এবং আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে রোববার মহানগর হাকিম তারেক মাইনুল ইসলাম ভূঁইয়া চার্জ গঠন শুনানির জন্য এ দিন ধার্য করেন৷