দৈনিকবার্তা-ঢাকা, ২৭ ডিসেম্বর: পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের জন্য পরিসংখ্যানবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন৷
পররাষ্ট্রমন্ত্রী শনিবার ফলিত পরিসংখ্যান বিষয়ক ৩-দিন ব্যাপী এক আনত্মর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন৷ আবুল হাসান মাহমুদ আলী এই সম্মেলনের উদ্বোধনও করেন৷’ফলিত পরিসংখ্যান: একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে৷ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের সুবর্ণ জয়নত্মী উপলক্ষে এই সম্মেলন আয়োজন করা হয়েছে৷
পররাষ্ট্রমন্ত্রী এই সম্মেলন পরিসংখ্যানবিদদের একটি কমন প্ল্যাটফর্ম তৈরী ও গবেষণার মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ তিনি বর্তমান সরকারের ‘রূপকল্প-২০২১’ বাসত্মবায়নে কার্যকর অবদান রাখার জন্য শিক্ষক ও গবেষকদের প্রতি আহ্বান জানান৷
পরিসংখ্যান গবেষণা ও শিৰণ ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ শোয়ায়েব-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশেষ অতিথির বক্তব্য দেন ৷ সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম সেকান্দার হায়াত খান স্বাগত বক্তব্য দেন৷
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক পর্যাপ্ত তথ্য-উপাত্তের অভাবে দেশের অনেক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে অসুবিধার সন্মুখীন হতে হচেছ উল্লেখ করেন৷ তিনি এসব সমস্যা নিরসনে আলোকবর্তিকা হিসাবে এগিয়ে আসার জন্য তিনি পরিসংখ্যাণের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের প্রতি আহ্বান জানান৷
তিনি বলেন, ৩০ লাখ শহীদের স্বপ্নপূরণ এবং মৌলবাদ, অসভ্যতা, অপুষ্টি, নিরক্ষরতা, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে ছাত্র-ছাত্রী ও গবেষকদের নিরলসভাবে কাজ করতে হবে৷
ফলিত পরিসংখ্যানকে তিনি সমকালীন উন্নয়ন সমস্যা ও বৈশ্বিক চ্যালেঞ্জ নিরুপনের নিভর্ুল মাপকাঠি হিসাবে বর্ণনা করে বলেন, বিশ্বের পরিসংখ্যান পদ্ধতি ও কৌশলসমূহ প্রতিদিনই উন্নত হচেছ৷ এসব নতুন নতুন কৌশল ও পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ডাটাবেজ তৈরী এবং অর্থনৈতিক বিশ্লেষণের মাধ্যমে আমাদেরকেও উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে৷উল্লেখ্য, বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের দেড় শতাধিক প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করছেন৷