দৈনিকবার্তা-ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০১৪ : গাজীপুরের সমাবেশে নেতাকর্মীদের যোগদানে যেখানে বাধা আসবে সেখানেই অবস্থান নিয়ে তা প্রতিহত করা হবে৷ সমাবেশের অপ্রীতিকর ঘটনার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া৷
শুক্রবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত এক নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন৷বাংলাদেশ রিপাবলিকান ফোরাম বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার বন্ধ এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহাবের দাবি’ শীর্ষক এ নাগরিক সমাবেশের আয়োজন করে৷ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আরো বলেন, জোর করে ক্ষমতা দখল করা আওয়ামী লীগের জন্য বাংলাদেশের ভবিষ্যত, স্বাধীনতা, স্বার্বভৌমত্ব, গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে৷ বিএনপি দেশের জনগণের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন করছে৷ অথচ আওয়ামী লীগ বার বার বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে একের পর এক ইসু্য সৃষ্টি করছে৷বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে জনগণের দৃষ্টি সরিয়ে নিতে ষড়যন্ত্র করছ্তে এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, দেশে এখন আলাদা কোনো ইসু্য নেই৷ বাংলাদেশে এখন একটাই রাজনৈতিক ইসু্য আর তা হচ্ছে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা৷গুম, খুন অপহরণের মাধ্যমে দেশে এখন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চক্রান্ত শুরু হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা৷
গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনে যোগ দিতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া৷ তিনি বলেন, বিএনপি মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করছে, আন্দোলন করছে৷ এটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করলেও তাতে কোনো লাভ হবেনা৷ খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে তা অব্যাহত থাকবে, চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত তা চলবে৷ রফিকুল বলেন, সমাবেশ-মিটিং-মিছিল একটি গণতান্ত্রিক অধিকার৷ সরকারকে জানান দিতে হবে, জনসভায় যোগদান প্রতিটি জনগণের গণতান্ত্রিক অধিকার৷ নেতাকর্মীদের যোগদানে কোনো বাধা আসলে তা প্রতিহত করা হবে৷
ছাত্রলীগ কোথায় হামলা করেছে স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যমে ছাত্রলীগ সন্ত্রাসীদের’ ছবি আসার পরও তিনি এমন বক্তব্য দেন! খালেদা জিয়ার গাড়ি বহরে আক্রমণ করলো ছাত্রলীগ আর মামলা খেলো বিএনপি৷ এ অবস্থায় জনগণ কিভাবে সুষ্ঠু বিচার পাবে? এসময় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতারের তীব্র নিন্দা জানান তিনি৷রফিকুল বলেন, ভোর ছয়টায় গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়েছে৷ এমনকি তিনি অসুস্থ থাকা সত্ত্বেও তার ওষুধ নিতে দেয়নি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা৷
তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে, কিন্তু তারা নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছেন৷ অন্যদিকে, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সরকার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে৷গাজীপুরে খালেদা জিয়ার জনসভাকে সফল করতে এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি৷ আয়োজক সংগঠনের সভাপতি এবিএম আবুল কালাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে আরো বক্তব্য রাখেন লিবারেল ডেমক্রেটিক পার্টির (এলডিপি) যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম রিপন, জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গীর, জাতীয়তাবাদী কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ৷