দৈনিকবার্তা-ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০১৪ : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, বিএনপি সংঘাতের রাজনীতি উস্কে দিচ্ছে৷ রাজনীতিকে কিভাবে অস্থিশীল করা যায়, সে প্রয়াস অব্যাহত রেখেছে বিএনপি৷তিনি বলেন, আদালতে গিয়ে বেগম খালেদা জিয়া আতংক ছড়িয়ে দেশে সন্ত্রাস, সংঘাত ও সহিংসতার রাজনীতিকে উস্কে দিচ্ছেন৷ তিনি সংঘাত ও সহিংসতার রাজনীতি পরিহার করে গণতান্ত্রিক আন্দোলনে ফিরে আসতে তার প্রতি আহ্বান জানান৷
সুরঞ্জিত সেন গুপ্তশুক্রবার ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন৷ চলমান রাজনীতি বিষয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়৷সংগঠনের সাংগঠিনক সম্পাদক ব্যারিষ্টার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু প্রমুখ৷
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, আপনি প্রমাণ করুন আপনি এতিমের টাকা আত্মসাত্ করেননি? আদালতে গিয়ে বিচারের মুখোমুখি হয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করম্নন৷ আমরা আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করবো৷৫ জানুয়ারি আওয়ামী লীগের সমাবেশ পূর্বনিধারিত উল্লেখ করে সাবেক এ মন্ত্রী বলেন, এ তারিখে গণতন্ত্রের বিজয় দিবস পালন করবো আমরা৷ আপনারা অন্য কোন দিন সমাবেশ করুন৷ আর প্রশাসনের কাছে আবেদন করুন এতে আমাদের কিছু বলার নেই৷
সভার প্রধান অতিথি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করতে বিএনপির প্রয়াস তা অব্যাহত রয়েছে৷ এর ধারাবাহিকতায় সন্ত্রাস ও সহিংসতাকে উস্কানি দিচ্ছে তারা৷ গাজীপুরের ঘটনাটি সম্পূর্ণ প্রশাসনের বিষয় এবং প্রশাসনিকভাবেই এর সমাধান সম্ভব৷ একদিন আগে বা পরে সভা করলে কিছুই আসে যায় না৷বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করলে জনগণ এবং প্রশাসনের সহযোগিতা পাবেন৷ কিন্তু আন্দোলনের নামে তাণ্ডব করলে জনগণের জানমাল রক্ষা করতে তা কঠোর হাতে দমন করা হবে৷