দৈনিকবার্তা-মুন্সীগঞ্জ, ২৬ ডিসেম্বর, ২০১৪ : শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস ঘন কুয়াশায় আজ শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে বন্ধ রয়েছে। কনকনে শীতে সহ¯্রাধিক যাত্রীসহ মাঝ পদ্মায় আটকা পড়েছে আটটি ফেরি। দু’পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে ৬ শ’ যান। অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের ম্যানেজার সিরাজুল হক জানান, ফেরি আমানত শাহ, শাহ পরান, করবী, রাণীক্ষেত, টাপলু, লেন্টিং, থোবাল ও কলমীলতা মাঝপদ্মায় নোঙ্গর করে রাখা হয়েছে। কুয়াশার চাদরে গোটা এমনভাবে ঢাকা পড়েছে- খুব কাছের বস্তুও দেখা যাচ্ছে না। নদীর মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। তাই দু’পাড়ে যানজট বাড়ছে। তিনি জানান, এছাড়াও বৃহস্পতিবারও ভোর ৬টা পর্যন্ত তিন ঘণ্টা ফেরি বন্ধ থাকায় অনেক যান আটকা পড়ে। টানা তিন দিনের ছুটি থাকায় শিমুলিয়ায় যানবাহনের চাপ এমনিতেই বেশী। সেখানে কনকনে শীত ও ঘন কুয়াশায় যাত্রীদের ত্রাহি অবস্থা। পণ্যবাহী ট্রাকগুলো যথাসময়ে পার হতে পারছে না। ফলে এই অঞ্চলের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে।