দৈনিকবার্তা-ঢাকা, ২৫ ডিসেম্বর: বকশীবাজারে সংঘর্ষের ঘটনার নেপথ্যে ছিল খালেদা জিয়াকে হত্যা করা এ অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়৷এ সময় হুঁশিয়ার করে গয়েশ্বর বলেন, এখন থেকে বিএনপির নেতাকর্মীদের ওপর কোনো ধরনের হামলা হলে তার সমুচিত্ জবাব দেয়া হবে৷ যে কোনো মূল্যে গাজীপুরে সমাবেশ করা হবে৷ গয়েশ্বর সতর্ক করে দিয়ে বলেন, ওই সমাবেশে বাধা দেয়ার চেষ্টা করা হলে সারাদেশে সমাবেশ করবে বিএনপি৷মামলা, হামলা এবং পুলিশি নির্যাতন করে বিএনপির আন্দোলনকে সরকার প্রতিহত করতে পারবে না৷
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এদেশের জনগণ কারো পৈত্রিক ভিটায় বাস করে না৷ ২৭ ডিসেম্বর আমরা জনসভা করতে গাজীপুরে যাব৷ যেতে বাধা দিলে সারা দেশের রাস্তায় ব্যারিকেড দিয়ে সমাবেশ করা হবে৷বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বিএনপিকে দুর্বল মনে করবেন না৷ বিএনপিকে শেষ করে দেওয়া যাবে, এ কথা যদি আওয়ামী লীগ মনে করে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে৷
বিএনপিকে নিঃশেষ করা যাবে না৷ আপনাদের কথাবর্তা ফিটফাট থাকলেও ভেতরে সদরঘাট হয়ে গেছে৷ জনগণ আপনাদের সাথে নেই৷ আপনারা এখন জনবিছিন্ন দল৷
সরকারের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, আমাদের জেলে দিতে পারেন কিন্তু আপনাদের কবরে যাওয়া অনিশ্চিত নয়৷ দেশের প্রতি নূ্যনতম ভালবাসা থাকলে, জনগণের ভালবাসা নিয়ে ক্ষমতায় থাকেন৷ জোর করে ক্ষমতায় থাকা যায় না৷ অবশ্যই চলে যেতে হবে৷ এখন আপনারা সিদ্ধান্ত নিন নিরাপদে যাবেন, নাকি বিপদ মাথায় নিয়ে যাবেন৷বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে সংঘর্ষ প্রসঙ্গে গয়েশ্বর বলেন, বর্তমানে নিম্ন ও উচ্চ আদালত একই ভাষায় কথা বলছে৷ আর সেটি হলো মুজিব ভাষা৷
জনগণ গতকাল প্রহসনের বিচার উপভোগ করার জন্য বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে গিয়েছিল৷ জনগণ না থাকলে আজকে হয়তো আরেকটা জানাযায় মানুষের ঢল নামতো৷ জনগণ না থাকলে বেগম জিয়ার গাড়িতে হামলা করে তাকে হত্যা করা হতো৷
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করে বলেন, ছাত্রলীগ পুলিশের সহযোগিতায় বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে৷গয়েশ্বর দাবি করেন, যদি পুলিশ ছাত্রলীগের পক্ষ না নিত তাহলে ছাত্রলীগের গুণ্ডারা গুটি কাবাব হয়ে যেত৷ এ ঘটনায় ৩ টি মামলা হয়েছে৷ হামলা মামলা করে ক্ষমতায় টিকে থাকা যায় না৷
গয়েশ্বর বলেন, এসবের কারণে আওয়ামী লীগের অতীত ইতিহাস কলঙ্কময়৷বর্তমান ইতিহাসও কালিমালিপ্ত৷স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমত উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন বক্তব্য রাখেন৷