79115_Hasina-Khaleda Picture

দৈনিকবার্তা-গাজীপুর, ২৫ ডিসেম্বর: গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে শনিবার খালেদা জিয়ার জনসভা ঘিরে উত্তাপ ছড়াচ্ছে ছাত্রলীগ ও বিএনপি এবং তার সহযোগী সংগঠনগুলোর মধ্যে৷ একই স্থানে রাজনৈতিক কর্মসূচি দিয়ে মাঠ দখলের চেষ্টা করছে দুই দলই৷ তবে প্রশাসন বলছে, সেদিন কোনো পক্ষই এই মাঠে কোনো কর্মসূচি পালন করতে পারবে না৷

এই সেই বদরে আলম কলেজ মাঠ৷ এখানেই সমাবেশ ডেকেছিলো বিএনপির নেতৃত্বে বিশদল৷ কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের বক্তব্যের জেরে সেখানে একই দিন পাল্টা সমাবেশ ডাকে ছাত্রলীগ৷ আর সম্ভাব্য গোলযোগ ঠেকাতে নিরাপত্তা বাড়িয়েছে প্রশাসন৷দুই প্রধান রাজনৈতিক শক্তির এই পরস্পরবিরোধী ঘোষণায় এলাকায় ছড়াচ্ছে উদ্বেগ৷ শক্তি দেখাতে রাজপথে সক্রিয় দুই পক্ষই৷

বিএনপির কর্মসূচির পক্ষে কলেজ মাঠে টানানো ব্যানার ও পোস্টার আগুনে পুড়িয়ে দিয়েছে দুবর্ৃত্তরা৷ এখানে সমাবেশ করতে না পারলে তার দায় সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গাজীপুর সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ৷তবে গাজীপুর মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপু বলেছে, বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের মন্তব্য প্রত্যাহার না হলে খালেদা জিয়ার জনসভা প্রতিহত করা হবে যে কোনো মূল্যে৷

দুই দলের এই অবস্থানের কারণে এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি৷ গাজীপুর পুলিশ সুপার হারুন অর রশিদ বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর হবে তারা৷