23

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ ডিসেম্বর: সিরিয়ায় গত তিন মাসে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় এক হাজার ১শ’র বেশি জিহাদি নিহত হয়েছে৷ নিহতদের প্রায় সকলে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গি৷মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, গত ২৩ সেপ্টেম্বর থেকে আরব ও আনত্মর্জাতিক বাহিনীর বিমান হামলায় কমপৰে ১ হাজার ১৭১ জন নিহত হয়েছে৷ এর মধ্যে ১ হাজার ১১৯ জন আইএস ও আল নুসরা ফ্রন্টের সদস্য৷

নিহতদের মধ্যে ১ হাজার ৪৬ জন আইএসের সদস্য৷ আইএস জঙ্গিরা গত জুলাই মাসে সিরিয়া ও ইরাকের বিসত্মীর্ণ এলাকা দখল করে ইসলামি খেলাফত ঘোষণা করে৷ জঙ্গিগোষ্ঠীটিকে থামাতে দেশ দুটির সরকার কার্যত ব্যর্থ হয়েছে৷ গণহত্যা, শিরশ্ছেদ, ধর্ষণ, অপহরণের মতো সন্ত্রাসী তত্‍পরতা চালিয়ে বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছে আইএস৷ সংগঠনটির ৩০ হাজার যোদ্ধা রয়েছে বলে ধারণা করা হচেছ৷

2014-12-24_3_823424

মানবাধিকার সংগঠন জানায়, ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদেরকেই বিমান হামলার মূল লক্ষ্যবস্থ করা হচ্ছে৷ নিহতদের মধ্যে ৭২ জন সিরিয়ায় আল কায়েদার শাখা আল নুসরা ফ্রন্টের সদস্য বলে জানা গেছে৷ এছাড়া আরো একজন জিহাদি নিহত হয়েছে৷ তবে সে কোন দলের সদস্য তা নিশ্চিত হওয়া যায়নি৷ বাকি ৫২ জন হল বেসামরিক নাগরিক৷মানবাধিকার সংগঠন আরো জানায়, সিরিয়ায় মঙ্গলবার সরকারি বাহিনীর হামলায় ৩৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে৷ এর মধ্যে আইএসের শক্ত ঘাঁটি রাকায় নয়টি শিশু রয়েছে৷

সরকার বিরোধী শানত্মিপূর্ণ গণতন্ত্রকামী বিপস্নব হিসেবে সিরিয়ায় যুদ্ধ শুরম্ন হয়৷ তবে ভিন্নমতাবলম্বীদের ওপর সরকারি বাহিনীর অভিযান শুরম্ন হলে তা গৃহযুদ্ধে রূপ নেয়৷২০১২ সালের জুলাই মাসে সরকারি বিমান বাহিনী প্রথম যুদ্ধে অংশ নেয়ার পর থেকে এ পর্যনত্ম কয়েক হাজার লোক নিহত হয়েছে৷ নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক৷