500x350_0d8d4d4757d8fe0dce201ae7156ecb8f_image_111404_0

দৈনিকবার্তা-বান্দরবান, ২৪ ডিসেম্বর: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, আমরা শান্তি চাই৷ পার্বত্য চট্টগ্রামে শান্তির জন্য যা যা করণীয় করবো, যার সঙ্গে প্রয়োজন আলাপ-আলোচনা করবো৷ শান্তির স্বার্থে সরকার যেটি করণীয় সেটি করবে৷আন্দোলনের নামে বিরোধী দলের জ্বালাও- পোড়াও কর্মসূচি কঠোরহস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷ জনগণ চায় না এমন সহিংস আন্দোলন কাউকেই করতে দেয়া হবে না বলেও তিনি মন্তব্য করেছেন৷

বুধবার দুপুরে সড়কপথে বান্দরবান পৌঁছে জেলা সদরের খানসামা পাড়ায় বিজিবি সেক্টর সদর দপ্তরের নির্মাণ কাজ পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেছেন৷এ সময় অন্যান্যদের মধ্যে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, বিজিবির ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট কর্নেল লুত্‍ফুল কবীর ভুঁইয়া, বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল অলিউর রহমান, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জসিম উদ্দিনসহ সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷

এরআগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামের সাতকানিয়াস্থ বাইতুল ইজ্জত বিজিবি প্রশিক্ষণ কেন্দ্রে ৮৫তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন৷ প্যারেড মাঠে ৮৫তম রিক্রিুটদের মৌলিক প্রশিক্ষণের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন৷ পরে তিনি ফায়ারিং, সংগীন যুদ্ধসহ বিভিন্ন বিষয়ে পারদর্শীতার জন্য ৫ জন নবীন রিক্রুটদের সম্মাননা ক্রেস্ট দেন৷

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি আরো বলেন, বিজিবিকে আধুনিক ও যুগপোযোগী করে গড়ে তোলার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে৷ বিজিবি ও বেসামরিক সদস্যদের ৩০ ভাগ সীমান্ত ভাতা, রেশন সুবিধা বৃদ্ধি এবং বাত্‍সরিক ছুটি এক মাসের পরিবর্তে ২ মাস করা হয়েছে৷ দরবার হলের সব দাবি মেনে নিয়েছে প্রধানমন্ত্রী৷ নবীন রিক্রুটদের দায়িত্বশীল হয়ে সীমান্ত সুরক্ষায় কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী৷

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যা সম্পর্কে বলেন, সঠিক বিচার পেতে হলে ধৈর্য ধরতে হবে৷ এ বিষয়ে তদন্ত অনেক দূর এগিয়েছে৷সীমান্ত সুরক্ষা সম্পর্কে তিনি বলেন, বিজিবিকে আরো কঠোর পরিশ্রম করতে হবে৷ অরক্ষিত সীমান্ত সুরক্ষায় সরকার পদক্ষেপ নিয়েছে৷ বিজিবিকে আরো আধুনিক বাহিনী ও দক্ষ করে গড়ে তুলতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে৷

এদিকে অনুষ্ঠানের পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দরবানের খানসামাপাড়া এলাকায় বিজিবির বান্দরবান সেক্টরের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেন৷