দৈনিকবার্তা-ঢাকা, ২৪ ডিসেম্বর: ভারতের আসামে আদিবাসী বোড়ো জঙ্গিদের হামলায় নারী ও শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে৷ এ ঘটনার পর আসামের বেশ কিছু জায়গায় কারফিউ জারি করা হয়েছে৷ হত্যার প্রতিবাদে বিক্ষোভ করছে লোকজন৷
মঙ্গলবার সন্ধ্যায় সোনিতপুর ও কোকড়াঝাড় জেলার অন্তত পাঁচটি স্থানে একযোগে এই হামলা চালানো হয় বলে আসাম পুলিশ জানিয়েছে৷ নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷ সরকারের সঙ্গে আলোচনার বিরোধী ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বড়োল্যান্ড (এনডিএফবি-সংবিজিত্) এ হামলা চালিয়েছে বলে পুলিশের একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে৷পুলিশের একটি সূত্র জানায়, চা বাগানের আদিবাসী শ্রমিক এবং মুসলিম বাসিন্দারা ছিল এই হামলার লক্ষ্য৷ দুর্গম ওই এলাকায় মৃতদেহের সন্ধানে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালাচ্ছে৷আসাম রাজ্য পুলিশের প্রধান খগেন শর্মার ধারণা, গত ৩০ দিন ধরে সেনাবাহিনী ও পুলিশ সেখানে বিদ্রোহীদের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে, এই হামলার তারই প্রতিশোধ৷
আসামের ভুটান সীমান্তে যৌথ অভিযানে গত রোববার এনডিএফবি (সংবিজিত্) এর শীর্ষ পর্যায়ের দুই নেতা নিহত হওয়ার পর বিদ্রোহী দলটি প্রতিশোধের ঘোষণা দিয়েছিল৷স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরেই এলাকা ছাড়তে চাপ দিয়ে আসছিল বোড়ে বিদ্রোহীরা৷হামলার পর ঘটনাস্থল পরিদর্শনের জন্য ছয় মন্ত্রীকে পাঠিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ৷ যৌথ অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি৷