news_img

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ ডিসেম্বর: দেশী-বিদেশী বিনিয়োগ বাড়াতে শিল্প-কারখানায় গ্যাস-বিদু্যত্‍ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)৷ একইসাথে ব্যাংক ঋণের সুদহার এক শতাংশে নামিয়ে আনারও দাবী করেন তারা৷বুধবার ডিসিসিআই মিলনায়তনে ব্যবসা-বাণিজ্য উন্নয়নে ঢাকা চেম্বারের কর্মকান্ডের ওপর আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে এ দাবী জানানো হয়৷

ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ বলেন,অতিশীঘ্রই পুরানো এবং বিশেষ করে নতুন শিল্প কারখানায় বিদু্যত্‍, গ্যাস ও জ্বালানীর সরবরাহ নিশ্চিত করতে হবে৷ জ্বালানীর অভাবে নতুন বিনিয়োগ আসতে পারছে না৷ অনেক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে৷ এই পরিস’িতির পরিবর্তন করতে হবে৷তিনি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বাড়াতে জ্বালানী এবং অবকাঠামো পর্যাপ্ততা নিশ্চিত করার পরামর্শ দেন৷

উচ্চ সুদহারের কারণে শিল্পোদ্যোক্তরা ঋণ গ্রহণে পিছু হটছেন উল্লেখ করে এই ব্যবসায়ী নেতা বলেন, উচ্চ সুদের কারনে বিনিয়োগ নিরম্নত্‍সাহিত হচ্ছে৷ ব্যাংকগুলোতে অলস টাকা পড়ে রয়েছে৷ তিনি এই টাকা বিনিয়োগে কাজে লাগাতে সুদহার এক শতাংশের নিচে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি করেন৷ডিসিসিআই সভাপতি সরকারী কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো কার্যকর করার উদ্যোগকে সাধুবাদ জানান৷ তিনি বলেন, এর প্রেক্ষিতে বেসরকারী খাতের উদ্যোক্তারা এ খাতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির জন্য প্রস্তুত রয়েছে৷ তবে এর জন্য এ খাতে নিয়োজিতদের দক্ষতা বাড়ানো জরুরী৷নতুন বেতন কাঠামো যেন মূল্যস্ফীতিকে উসকে না দেয়, এ ব্যাপারে সরকারকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি৷

ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে আসন্ন দিনগুলোতে ব্যবসার ৰতি করে এমন কোন কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানান হোসেন খালেদ৷তিনি বলেন, সরকারের বিচক্ষণ পদক্ষেপের কারণে বৈশ্বিক মন্দার মধ্যেও ৬ শতাংশের ওপরে প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হচ্ছে৷ গত ৫ বছরে মাথাপিছু জাতীয় আয়, রফতানি, রিজার্ভ, রেমিটেন্স বৃদ্ধিতে ব্যাপক সাফল্য এসেছে৷ এ সব সাফল্যর পেছনে সরকারের পাশাপাশি বেসরকারী খাতেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে তিনি মনত্মব্য করেন৷