দৈনিকবার্তা-ঢাকা, ২৪ ডিসেম্বর: জাতির জনক বঙ্গবন্ধুকে কটূক্তি করার অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে আরও ৩ টি মামলা হয়েছে৷ একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে৷হবিগঞ্জে করা মঙ্গলবারের দুটি মামলায় তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে৷ বুধবার রাজশাহী, গোপালগঞ্জ, গাজীপুর ও ঝালকাঠিতে ১ টি করে মামলা করা হয়৷একই সাথে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন, কুশপুত্তলিকা দাহসহ নানা কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন৷ তারেক রহমানের ওই বক্তৃতা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর তাঁর বিরম্নদ্ধে এ পর্যনত্ম মোট ৪৭ টি মামলা হয়েছে৷ এর মধ্যে ১৬টি মামলায় তাঁর বিরম্নদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত৷
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ নিয়ে তারেক রহমানের বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে সেক্টর কমান্ডার ফোরামস মুক্তিযুদ্ধ-৭১ বরগুনা জেলা শাখা৷ বুধবার প্রেসক্লাব চত্তরে এই কর্মসূচি পালিত হয়৷এসময় বক্তব্য রাখেন বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান মো. আব্বাস হোসেন মন্টু মোল্লা, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার প্রমুখ৷ বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত৷ বুধবার দুপুর ১২টার দিকে রাজশাহীর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক জয়ন্তী রানী দাস তারেকের বিরুদ্ধে মানহানি মামলা আমলে নিয়ে তিনি এ আদেশ দেন৷ এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানা লন্ডনে থাকা তারেক রহমান জাতির জনক শেখ মুজিবুর রহমান ও টওধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় এ মানহানি মামলা করেন৷ আদালত আগামী ১২ ফেব্রুয়ারি তারেক রহমানকে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন বলে সমকালকে জানিয়েছেন এ মামলার বাদী মিজানুর রহমান৷
এদিকে, নড়াইলে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট আরিফুল ইসলামের আদালত -২ এ একই অভিযোগে মামলা দায়ের করা হয়েছে৷ গত ১৫ ডিসেম্বর লন্ডনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনায় তারেক রহমান বঙ্গবন্ধুকে রাজাকার বলে অভিহিত করে৷ এ সময় তিনি আরো বলেন ওইসময় বঙ্গবন্ধু পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে সমঝোতা করেছিলেন৷ এঘটনায়র পর দেশের বিভিন্ন জায়গায় তার নামে মামলা দায়ের করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা৷ এ বিষয়ে আদালত তার বিরুদ্ধে সমন জারিও করেছে৷ এছাড়া তারেক রহমানের কটুক্তির প্রতিবাদে তার বিরুদ্ধে বুধবার সকালে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তওহীদুল ইসলাম দীপ বাদী হয়ে গাজীপুর আদালতে মামলা দায়ের করেন৷ মামলার শুনানি শেষে আদালতের বিচারক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা বেগম তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন৷ মামলার বাদী মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক তওহীদুল ইসলাম দীপ জানান, তারেক রহমানের কটুক্তির কারণে বাংলাদেশের বিবেকবান মানুষের ন্যায় ছাত্রলীগও আহত হয়েছে৷ তাই তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে তার গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে৷ এ সময় আদালতে মামলার আইনজীবী অ্যাডভোকেট আজমত উল্লা খান, হারিস উদ্দিন, আমানত হোসেন খানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও আইনজীবীরা উপস্থিত ছিলেন৷