দৈনিকবার্তা-ঢাকা, ২৪ ডিসেম্বর: টাঙ্গাইল,নওগাঁ,মানিকগঞ্জ,ময়মনসিংহ,ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জ ও রংপুর জেলাসহ বুধবার দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ২০ জন নিহত হয়েছেন৷ এদের মধ্যে একজন পুলিশ পরিদর্শক রয়েছেন৷
টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে ট্রাক ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০ এ দাঁড়িয়েছে৷ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার আশুরা এলাকায় এ দুর্ঘটনায় ঘটে৷নিহতরা হলেন, মধুপুরের রক্তিপাড়া গ্রামের হবিবর রহমান (৫০), তার মেয়ে হেনা বেগম (২৮) ও হেনার মেয়ে আয়শা (১২), নরকোনা গ্রামের ফিরোজা বেগম (৫০), তার নাতি সাদিক (৪), একই গ্রামের আছর আলী (৪০), রক্তিপাড়া গ্রামের মজিবর রহমান (৫৫), টেম্পোর চালক আব্দুল কাদের (৬৫), সাফি (৭) ও এশা৷ মধুপুর থানার এসআই আলমগীর হোসেন জানান, ঢাকা থেকে মধুপুরগামী ট্রাকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা টেম্পোটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে একজন, হাসপাতালে নেওয়ার পথে আট জন এবং হাসপাতালে একজনের মুতু্য হয়৷
এ ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন চিকিত্সাধীন আছেন৷ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি ফজলুল করীম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসার পথে সাফির এবং চিকিত্সাধীন অবস্থায় এশার মৃতু্য হয়৷এর আগে মঙ্গলবার ঝালকাঠীর রাজাপুরে একটি যাত্রীবাস খাদে পড়ে ১০ জন নিহত হয়৷ আহত হয় আরও অন্তত ২২ জন৷
পিরোজপুর: ভান্ডারিয়া উপজেলায় বাস থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে চালকের সহকারী নিহত হয়েছেন৷ সকাল নয়টার দিকে দক্ষিণ ইকডি নামক স্থানে পিরোজপুর-মঠবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে৷ নিহত ব্যক্তির নাম শাহ জালাল (২৮)৷ তাঁর বাড়ি মঠবাড়িয়া উপজেলায়৷ তিনি বাসটির চালকের সহকারী হিসেবে কাজ করছিলেন৷
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বাসটি মঠবাড়িয়া থেকে পিরোজপুর যাচ্ছিল৷ ঝাউতলা সেতু পার হওয়ার সময় চালকের সহকারী শাহ জালাল বাস থেকে পড়ে যান৷ এ সময় তিনি বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান৷ ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে৷ বাসটিকে আটক করা হয়েছে৷ বাসের চালক পলাতক৷
নওগাঁ : বুধবার বেলা ১১ টায় নওগাঁর মহাদেবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাটারী চালিত অটো চার্জার ভ্যানের ৪ যাত্রী নিহত হয়েছে৷ পুলিশ ঘাতক ট্রাকের চালক আব্দুল মান্নানকে আটক করেছে৷ নিহতরা হলেন উপজেলার এনায়েতপুর পূজাঘাটি গ্রামের মৃত ফারাজ আলীর ছেলে আব্দুস সাত্তার (৪০) তার মেয়ে খুশী (৮), স্বরুপপুর গ্রামের মৃত সুধা মন্ডলের ছেলে ইসমত আলী (৩৫) ও নওগাঁ সদর উপজেলার দোগাছী গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল রানা (২২)৷
প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ সদর থেকে একটি ট্রাক (ঢাকা মোট্রো ট ১৬-৭৬২৭) চাল নেয়ার জন্য নওহাটা মোড়ে যাবার পথে মহাদেবপুর উপজেলার বাগাচারা মোড়ে পেঁৗছলে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারী চালিত অটো চার্জার ভ্যানকে সামনা সামনি চাপা দিলে চার্জারের ৪ আরোহী ঘটনাস্থলেই নিহত হয়৷
দূর্ঘটনার পর উত্তেজিত জনতা এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে৷ পরে থানা পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ মহাদেবপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে৷
ময়মনসিংহ; সকাল ৯টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভবানীপুর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে ফাতেমা বেগম (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন৷ গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, সকালে ভবানীপুর এলাকায় অপর একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ফাতেমা বেগমকে বহনকারী অটোরিকশাটি উল্টে যায়৷ এতে ফাতেমা বেগমসহ ওই অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হন৷ এ অবস্থায় ফাতেমাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনেওয়ার পথে তিনি মারা যান৷চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় সাদিকুল ইসলাম (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন৷ সকাল ১০টার দিকে শিবগঞ্জ-কানসাট মহাসড়কের ভাঙাব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে৷ নিহত সাদিকুল একই উপজেলার চককীর্তি ইউনিয়নের হরিপুর চাতরা গ্রামের বাসিন্দা৷ শিবগঞ্জ: সকালে সোনামসজিদগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি সাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়৷ এতে ঘটনাস্থলেই সাদিকুল মারা যান৷এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান৷
রংপুর : রংপুরের পীরগাছা উপজেলার বুডাইল ব্রিজ এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আজমল হোসেন নামে এক চালকের মৃতু্য হয়েছে৷ এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন৷পীরগাছা থানার ওসি মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে৷ এ ঘটনায় থানায় মামলা হয়েছে৷
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রাপুর রেল ষ্টেশনের সনি্নকটে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৫০ বছর বয়সি এক অজ্ঞাত ব্যক্তির মৃতুু্য হয়েছে৷ আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আনত্মনগর চিত্রা এঙ্প্রেস ট্রেনে কেটে সে মারা যায়৷ প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার জয়রামপুর রেলস্টেশনের অদুরে বড়পুল নামকস্থানে ঢাকা গামী আনত্মনগর ট্রেন চিত্রা এঙ্প্রেসটি পৌছুলে রেললাইনের ওপরে বসে থাকা অজ্ঞাত ব্যক্তি ট্রেনে কাটা পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃতু্য হয়৷
নিহতর মুখে দাঁড়ি মুখে, পরনে সাদা রঙের ফুলপ্যান্ট ও গায়ে কালো কোর্ট ছিল৷ নিহত ব্যক্তি রেললাইনের ওপর বসেছিল এবং তার মাথায় সমস্যা আছে বলে প্রত্যৰদর্শীদের ধারনা৷ খবর পেয়ে পুড়াদহ জিআরপি থানা পুলিশ দুপুর দেড় টার দিকে লাশ উদ্ধার করে মর্গে নেয়৷ দামুড়হুদা মডেল থানার ওসি কামরম্নজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷
চাঁপাইনবাবগজ্ঞ:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় একজন সাইকেল আরোহী নিহত হয়েছে৷নিহত ব্যাক্তি শিবগঞ্জ উপজেলার চককর্ীিত্ত ইউনিয়নের হরিপুর চাতরা গ্রামের মোজাফ্ফরের ছেলে সাদিকুল ইসলাম(৬০)৷ প্রত্যৰদশী এলাকাবাসীরা জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চাঁপাই-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ বাইপাস এলাকার ভাঙাব্রীজ নামক স্থানে সোনামসজিদগামী দ্রম্নতগতির একটি খালি ট্রাক বিপরীতদিক থেকে আসা সাইকেলের আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই বাইসাইকেল আরোহী সাদিকুল নিহত হন৷ পরে তার লাশ উদ্ধার করা হয়৷ এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ( ওসি-তদনত্ম) চৌধুরী জোবায়ের আহমেদ ঘটনার সত্যতা শিকার করে জানিয়েছেন, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে তবে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা নেয়া হবে৷ ফরিদপুরে ট্রাক চাপায়
ট্রাফিক ইন্সপেক্টর নিহত
ফরিদপুর :ফরিদপুর শহরের বাইপাস সড়কের পিয়ারপুর নামক স্থানে ট্রাক চাপায় ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর সরজ কুমার নিহত হয়েছেন৷ বুধবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে৷ ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহসিনুল হক জানান, সরজ কুমার রায় শহরের রাজবাড়ী রাসত্মার মোড় থেকে বাইপাস সড়ক দিয়ে মুন্সিবাজার এলাকার দিকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন৷ পিয়ারপুর নামক স্থানে পৌছলে দ্রম্নতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়৷ এতে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়৷ তার ব্যবহৃত মোটরসাইকেলটিও দুমড়ে মুচড়ে যায়৷ খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদনত্মের জন্য মর্গে প্রেরন করেছে৷ তবে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে৷ নিহত সরজ কুমার এর বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়৷