দৈনিকবার্তা-ঢাকা, ২৩ ডিসেম্বর: রফতানিমূখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-এর সদস্য রেজিষ্টার থেকে ২০০২ সাল থেকে শুরম্ন করে ২০১৪ সাল পর্যনত্ম পর্যায়ক্রমে ঢাকা ও চট্রগ্রামের মোট ১৬৫৪টি পোশাক কারখানার সদস্যপদ বাতিল করা হয়েছে৷ সোমবার বিজিএমইএ অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত বিজিএমইএ পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধানত্ম নেয়া হয়৷
উল্লেখ্য, ২০০২ সালে ৫০২টি প্রতিষ্ঠান, ২০১২ সালে ৫৮৬, ২০১৩ সালে ১০১ এবং বিভিন্ন সময়ে ২০টি প্রতিষ্ঠানের সদস্যপদ বাতিল করা হয়৷ এছাড়া ২০১৪ সালে ঢাকা অঞ্চলের ৩৪১টি প্রতিষ্ঠান ও চট্টগ্রাম অঞ্চলের ১০৪টি প্রতিষ্ঠানের সদস্যপদ বাতিল হয়েছে৷
বিজিএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্ষিক চাঁদা সময়মতো পরিশোধ না করা, সমিতির ধার্য্যকৃত অন্যান্য চাঁদা না দেয়া এবং বিভিন্ন সময়ে কমপস্নায়েন্সের শর্ত প্রতিপালনে ব্যর্থ হওয়ার কারনে এ কারখানাগুলোর সদস্যপদ বাতিল করা হয়েছে৷
প্রসঙ্গত, কারখানাগুলোর সদস্যপদ বাতিল করার কারনে বর্তমানে বিজিএমইএ’র সদস্য সংখ্যা ৫৮৭৬ থেকে কমে দাঁড়ালো ৪২২২টি৷