দৈনিকবার্তা-ঢাকা, ২৩ ডিসেম্বর: স্টোক সিটিকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে জয়ের ধারা বজায় রেখেছে চেলসি৷ আর এর সাথে সাথে লীগের শীর্ষে থেকেই বড়দিনের ছুটিতে যাওয়া নিশ্চিত করেছে বস্নুজরা৷ জন টেরি এবং সেস ফ্যাব্রেগাসের দুই অর্ধের দুই গোলে চেলসির জয় নিশ্চিত হয়৷যদিও হোসে মরিনহোর দলের পারফরমেন্স খুব একটা মানসম্মত ছিল না৷ কিন্তু যে ভেনু্যতে আর্সেনাল সম্প্রতী ৩-২ গোলে পরাজিত হয়েছে সেখানে বস্নুজদের কাছে পারফরমেন্স নয়, ফলাফলটাই মূখ্য ছিল৷ এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির তুলনায় তিন পয়েন্ট এগিয়ে থেকে টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো চেলসি৷
বড়দিনের ব্যসত্ম ছুটি কাটানোর আগে এই জয় নিশ্চিতভাবেই মরিহো শিষ্যদের কিছুটা হলেও স্বসত্মিতে রাখবে৷ শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপৰে সিটি ৩-০ গোলে জয়ী হয়ে চেলসির সাথে সমান পয়েন্ট অর্জন করলেও পশ্চিম লন্ডনের দলটি দ্রুতই আবার এগিয়ে যায়৷ তবে ম্যাচের শেষের দিকে বেলজিয়াম পেস্ন মেকার ইডেন হ্যাজার্ডের ইনজুরি কিছুটা হলেও চেলসি শিবিরে দু:শ্চিনত্মার আঁচ ফেলেছে৷ জন ওয়াল্টার্সের চ্যালেঞ্জের মুখে পায়ে ব্যাথা পেয়ে হ্যাজার্ড শেষ মিনিটে মাঠ ত্যাগ করেন৷
ম্যাচ শেষে মরিহো বলেছেন, এই জয়টা তিন পয়েন্টের থেকেও বেশী কিছু৷ সঠিক সময়ে, সঠিক মানসিকতার কারনেই আজ জয় নিশ্চিত হয়েছে এবং আমরা তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছি৷ স্টোক সিটি তাদের মাঠে অন্য রকম ভাল একটি দল৷ তাদের বিপক্ষে জয় পাওয়াও কঠিন৷ তিন পয়েন্ট এগিয়ে থেকে আমরা সামান্য পরিমানে নিজেদের আত্মরৰা করতে পেরেছি৷ এখন আমরা খুশীমনে বাড়ি যেতে পারবো এবং যা করেছি তাতে সন্তুষ্ট থাকবো৷
ম্যাচের ৯০ সেকেন্ডের মধ্যেই ফ্যাব্রেগাসের কর্ণার থেকে হেডের সাহায্যে দলকে এগিয়ে দিয়েছিলেন টেরি৷ কিন্তু তারপর থেকে চেলসি আর নিজেদের খুঁজে পায়নি৷ এটি ছিল ইংল্যান্ডের সাবেক অধিনায়কের মৌসুমের প্রথম গোল আর স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাব্রেগাসের ১২তম এসিস্ট৷ বৃটানিয়া স্টেয়িামের প্রতিকূল পরিস্থিতির সাথে অবশ্য ভালই মানিয়ে নিয়েছিল মরিনহো বাহিনী৷ দিয়েগো কসত্মার শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে না গেলে চেলসি হয়ত দ্রম্নতই ব্যবধান দ্বিগুন করতে পারতো৷ হ্যাজার্ডকে ফাউল করার অপরাধে স্টোক ডিফেন্ডার ফিল ব্র্যাডসলিকে প্রথমার্ধের একমাত্র হলুদ কার্ড দেখান রেফারী নিল সোয়ারব্রিক৷ এই সিদ্ধানত্মে প্রথমবারের মত মরিনহোকে ডাগ আউটে ৰুব্ধ প্রতিক্রিয়া প্রদর্শন করতে দেখা গেছে৷ ম্যাচের আধা ঘন্টা পরে স্টোকের অফ সাইড ট্র্যাপ ভেঙ্গে ফ্যাব্রেগাস বল বাড়িয়ে দিলেও কসত্মা আবারো গোলের সুযোগ নষ্ট করেন৷
বিরতির পরপরই স্টোক কিছুটা আগ্রাসী হয়ে খেলতে থাকে৷ ডানদিক থেকে ব্র্যাডসলির ক্রসে পিটার ক্রাউচ মাথা ছোঁয়াতে ব্যর্থ হয়৷ হ্যাজার্ডের ক্রস থেকে ফ্যাব্রেগাস পোস্টের খুব কাছে থেকে স্টোক গোলরক্ষক বেগোভিচকে পরাসত্ম করতে পারেননি৷ ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ানের ফ্রি-কিক পোস্টের ঠিকানা খুঁজে পায়নি৷ তবে ৭৮ মিনিটে আর ভুল করেননি ফ্যাব্রেগাস৷ হ্যাজার্ডের পাস থেকে পোস্টের খুব কাছ থেকে বেগোভিচকে বোকা বানিয়ে বল জালে জড়ান স্প্যানিশ এই অভিজ্ঞ মিডফিল্ডার৷ বার্সেলোনা থেকে এবারের গ্রীষ্মে চেলসিতে যোগ দেবার পরে এটি ছিল তার চতুর্থ গোল৷