দৈনিকবার্তা-ঢাকা, ২৩ ডিসেম্বর: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আন্দোলনের নামে বিএনপি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে৷
মঙ্গলবার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের তৃতীয় মৃতু্যবার্ষিকী উপলক্ষে বনানী কবরাস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তোফায়েল আহমেদ একথা বলেন৷ ২০১১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রাজ্জাক লন্ডনে চিকিত্সাধীন অবস্থায় মৃতু্যবরণ করেন৷তোফায়েল আহমেদ বলেন, ব্যর্থতার গস্নানি বইতে না পেরে বিএনপি আন্দোলনের হুমকি দিচেছ৷ কোনোভাবেই তাদের আন্দোলন বরদাশত করা হবে না৷ আন্দোলনের নামে সহিংসতা বা নৈরাজ্য করতে চাইলে সরকার কঠোর হতে বাধ্য হবে৷
আব্দুর রাজ্জাকের স্মৃতি চারণ করে আওয়ামী লীগের প্রবীন এই নেতা বলেন, মৃতু্যর শেষ দিন পর্যনত্ম আব্দুর রাজ্জাক দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন৷ আব্দুর রাজ্জাক বেঁচে থাকলে আওয়ামী লীগ আরো শক্তিশালী হতো৷ এর আগে প্রয়াত আব্দুর রাজ্জাকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচছাসেবক লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন৷ এরপর বনানী গোরস্থানের মসজিদে মরহুমের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে আওয়ামী লীগ৷
এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সাবেক স্বারষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক উপস্থিত ছিলেন ৷