দৈনিকবার্তা-ঢাকা, ২২ ডিসেম্বর: ২৬ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে সৈকত নাসির পরিচালিত ‘দেশা-দ্য লিডার’ ছবিটি৷ আর এ উপলক্ষে রোববার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়৷ যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়কারী নবাগত শিপন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির অংশ নেয়ার কথা ছিল৷ কিন্তু উপস্থিত সাংবাদিকদের হতাশ করে দেখা দেননি মাহি৷
দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে নির্মিত দেশা-দ্য লিডার’ ছবিটি শুরু থেকেই আলোচনায় আসে৷ তবে সেন্সর বোর্ড কর্তৃপক্ষ ছবির কয়েকটি রাজনৈতিক সংলাপে কাঁচি চালানোর পর অনেকেই হতাশা ব্যক্ত করেন৷ তারপরও ছবিটি নিয়ে আশাবাদী এর কলাকুশলী থেকে শুরু করে পর্দার পেছনের মানুষগুলো৷ আর এই আশার কথা জানাতেই রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আয়োজন করে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া৷
কিন্তু অনুষ্ঠানের জন্যে নির্ধারিত সময়ের দুই ঘন্টা পেরিয়ে গেলেও দেখা মিলেনি চিত্রনায়িকা মাহির৷ এ নিয়ে অনুষ্ঠান কাভার করতে আসা সাংবাদিকদের অনেতেই ক্ষুব্ধ হন৷ অনেকে আাবার অনুষ্ঠান শুরুর আগেই চলে যান৷
দীর্ঘ আড়াই ঘন্টা অপেক্ষা করার পর মাহির দেখা না মেলায় অনুষ্ঠান শুরু করে দেয় আয়োজকরা৷ এ সময় ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়কারী নবাগত নায়ক শিপন বলেন, ‘দেশা আমার ক্যারিয়ারের প্রথম ছবি৷ তাই ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী৷ সবার সাহায্য সহযোগীতায় ২৬ ডিসেম্বর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে৷ সবাই আমার ছবির জন্য দোয়া করবেন৷