দৈনিকবার্তা-ঢাকা, ২২ ডিসেম্বর: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সনি পিকচার্সে হ্যাকিংয়ের ঘটনা কোন যুদ্ধ নয়, তবে এটা সাইবার বর্বরতা৷ হ্যাকিংয়ের ঘটনায় উত্তর কোরিয়া জড়িত বলে অভিযোগ করা হচ্ছে৷ তবে উ. কোরিয়া তাদের ওপর কোন নিষেধাজ্ঞা আরোপ করা হলে এর দাঁতভাঙা জবাব দেয়ার হুমকি দিয়েছে৷ওবামা অনির্দিষ্ট সুসংগত প্রতিক্রিয়া দেখানোর অঙ্গীকার করে বলেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদে মদদকারী দেশের যে তালিকা তৈরি করে তাতে উ. কোরিয়াকে পুনরায় অনত্মর্ভূক্ত করা যায় কিনা তা তিনি পর্যালোচনা করবেন৷ দেশটি গত ছয় বছর ধরে এ তালিকায় নেই৷
রিপাবলিকানরা সমালোচনা করে বলেন, উ. কোরিয়া সনিকে লক্ষ্যবস্তু করে ‘সাইবার যুদ্ধ’ ঘোষণা করেছে৷ তারা এ সংকটের কড়া জবাব দিতেও ওবামার প্রতি আহবান জানিয়েছেন৷তবে ওবামা বলেছেন, ‘আমি মনে করি না, যুদ্ধ ঘোষণা করা হয়েছে৷ আমি মনে করি, এটা এক ধরণের সাইবার বর্বরতা এবং এর জন্য চড়া মূল্য দিতে হবে৷ আমরা এটাকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি৷
ওবামা আগে থেকে রেকর্ড করা এক সাৰাত্কারে বলেন, বিভিন্ন ঘটনার সতর্ক মূল্যায়নের পর সন্ত্রাসী দেশের তালিকায় উত্তর কোরিয়ার নাম ফের অনত্মর্ভূক্ত করা যায় কিনা তা খতিয়ে দেখতে হবে৷রিপাবলিকান সমালোচকরা উ. কোরিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয় বিবেচনা করতে মার্কিন প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছেন৷সিনেট আর্মড সার্ভিস কমিটির ভবিষ্যত চেয়ারম্যান জন ম্যাককেইন বলেন, এটা বর্বরতার চেয়েও বেশি কিছু৷ এটা নতুন করে যুদ্ধ ঘোষণার শামিল৷ আর আমরা এ যুদ্ধে জড়িত এবং আমাদের পুনরায় নিষেধাজ্ঞা আরোপসহ জোরালো প্রতিক্রিয়া জানানো প্রয়োজন৷
সনি পিকচার্সে সাইবার হামলার জন্য উ. কোরিয়াকে দায়ী করেছে ওয়াশিংটন৷ তবে পিয়ংইয়ং তা অস্বীকার করেছে৷ সাইবার হামলার কারণে উত্তর কোরিয়ার নেতাকে নিয়ে নির্মিত মুভি’দ্য ইন্টারভিউ’ মুক্তি দেয়া স’গিত করে সনি কর্তৃপৰ৷ মুভিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বিরম্নদ্ধে আততায়ীর হামলার কাল্পনিক কাহিনী রয়েছে৷মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মুভিটির মুক্তি না দেয়াকে ‘বিরাট ভুল’ বলে উলেস্নখ করেন৷ ওবামার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সনি পিকচার্সের প্রধান নির্বাহী ও চেযারম্যান মাইকেল লিন্টন বলেন, মুভিটির মুক্তি দেয়া স্থগিত রেখে কোন ভুল হয়নি৷ তিনি বলেন, ‘আমরা গর্তে পড়ে যাইনি৷ আমরা মুভিটি মুক্তি দিতে সচেষ্ট রয়েছি৷