দৈনিকবার্তা-ঢাকা, ২২ ডিসেম্বর: লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি ব্যাংকে রোববার দুর্ধর্ষ ডাকাতি হয়েছে৷ বন্দুকধারী ডাকাতরা ব্যাংক থেকে ৭০ লাখ লিবীয় দিনার (৫০ লাখ মার্কিন ডলার) লুট করে নিয়ে যায়৷ব্যাংকের এক কর্মকর্তা বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, বেশ কয়েকজন বন্দুকধারী ডাকাত দুটি গাড়িতে করে এসে ওই ব্যাংকে হানা দিয়ে ৭০ লাখ লিবীয় দিনার লুট করে নিয়ে যায়৷ ব্যাংকটি ত্রিপোলির কেন্দ্রস্থলে অবস্থিত৷
তিনি আরো বলেন, ডাকাতরা অতর্কিতে ও দ্রুত হানা দেয়৷ বন্দুকধারীরা ব্যাংকের প্রধান দরজা ঘিরে রাখা এবং তাদের অনুসরণ করা হলে স্টাফদের হত্যার হুমকি দেয়৷ তাদের সঙ্গে অনেক অস্ত্র ছিল৷২০১১ সালের গৃহযুদ্ধের পর থেকে লিবিয়ায় অব্যাহতভাবে নৈরাজ্য বিরাজ করছে৷ গত বছর সার্ত নগরীতে সবচেয়ে বড় সশস্ত্র ব্যাংক ডাকাতি হয়৷ গাড়িতে করে লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে সার্ত শাখায় অর্থ পাঠানো সময় বন্দুকধারীরা ওই গাড়ির ওপর হামলা চালিয়ে বৈদেশিক মুদ্রাসহ প্রায় ৫ কোটি মার্কিন ডলার লুট করে নিয়ে যায়৷