image_134540.asaduz zaman

দৈনিকবার্তা-গাজীপুর, ২২ ডিসেম্বর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান৷ দেশে ফিরে তারেক রহমানকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং তাঁর বিচার হবে বলে জানিয়েছেন তিনি৷

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, স্বাধীনতার মাসে লন্ডন থেকে এক গণ্ডমূর্খ আবোলতাবোল বকছে৷ সে কী বলছে, তা নিজেও জানে না৷ দেশে এলে তার অপকর্মের বিচার হবে৷ তিনি আরও বলেন, তারেককে দেশে এসে জাতির কাছে ক্ষমা চাইতে হবে৷ বিলেতে বড় বড় কথা বলে কোনো লাভ হবে না৷

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার বেলা তিনটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন৷ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে৷ অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন,মানুষ এখন আর দেশে অশান্তি চায় না৷ কিন্তু বিএনপি দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্র করছে৷ এতে কোনো লাভ হবে না৷ তাদের এ ধরনের কার্যকলাপ যেখানেই হবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এর আগে বড়দিনে কখনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি৷ এবারও চার্জগুলোয় যাতে খ্রিস্টান ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে যেতে পারেন সে জন্য আইন-শৃঙ্খলাবাহিনীর নজরদারি থাকবে৷ একই সঙ্গে বিদু্যত্‍ ও ট্রাফিক ব্যবস্থার যাতে বিঘ্ন না ঘটে সেদিকেও নজর রাখা হবে৷অভিজাত এলাকাগুলো বাড়তি নজরদারিতে থাকবে উল্লেখ করে তিনি বলেন, কূটনৈতিক পাড়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে৷

নারায়ণগঞ্জের অপরহরণ ও চঞ্চল্যকর সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে যথাসময়েই ভারত থেকে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷ তিনি বলেন, ধৈযর্্য ধরেন, নূর হোসেন ফিরবে৷নূর হোসেনকে ফেরত পাঠাতে প্রস্তুত ভারত জাতীয় প্রত্রিকায় প্রকাশিত এমন সংবাদের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যখন সময় হবে তখনই নূর হোসেনকে নিয়ে আসা হবে৷ পট্রক্রিয়া চলছে৷ সময় হলে দেখতে পাবেন৷

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, ঢাকাু৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশিদ, নারায়ণগঞ্জ ২ আসনের সাংসদ নজরুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ প্রমুখ বক্তব্য দেন৷