দৈনিকবার্তা-ঢাকা, ২২ ডিসেম্বর: রাজধানীর নয়াপল্টনে লালবাগ থানা বিএনপির কর্মিসভাকে কেন্দ্র করে দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে৷ এসময় বেশকিছু চেয়ার ভাঙচুর করা হয়৷এতে এক পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন৷ এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ৷ আহতরা হলেন- মহানগর বিএনপির লালবাগ থানার ৬২নং ওয়ার্ডেও প্রথম যুগ্ম-সম্পাদক আনিসুর রহমান, একই ওয়ার্ডের কর্মী কামরুল ইসলাম, সোহেল রানা, ৬০নং ওয়াডের্র কর্মী ইমন ও ৬১নং ওয়াডের্র কর্মী মাসুদ পারভেজ৷ এছাড়া ইটের আঘাতে আহত হয়েছেন এরশাদ নামে এক পুলিশ কনস্টেবল৷
কারান্তরীণ ছাত্রদলের সাবেক সভাপতি নাসিরউদ্দিন আহমেদ পিন্টু সমর্থিত লালবাগ থানা বিএনপির আহ্বায়ক আলতাফ ও সাবেক কমিশনার আজম গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়৷প্রত্যক্ষদর্শীর জানান, সোমবার দুপুরে নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে লালবাগ থানা বিএনপির কর্মিসভার আয়োজন করা হয়৷ কর্মিসভায় যোগ দিতে লালবাগ থানা বিএনপির প্রায় চার-পাঁচশ নেতাকর্মী ভাসানী মিলনায়তনে জড়ো হয়৷ এসময় হঠাত্ করেই আলতাফ ও আজম গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়৷ একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়৷
পরে ভাসানী মিলনায়নের নিচের রাস্তায় নেতাকর্মীরা সংঘর্ষে লিপ্ত হন৷ এসময় দু’গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়৷ এতে এক পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়৷ এ সময় বেশকিছু চেয়ার ভাঙচুর করেন নেতাকর্মীরা৷তবে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা জড়িত বলে অভিযোগ করেছে দু’পক্ষই৷এ বিষয়ে লালবাগ থানা বিএনপির আহ্বায়ক আলতাফ বলেন, আমাদের সুন্দর কর্মিসভা নষ্ট করতে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরাই এ সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে৷ এর সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়৷পরে কর্মিসভা দুপুর ১২টার পর শুরু হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকতউল্লাহ বুলু উপস্থিত রয়েছেন৷