দৈনিকবার্তা-ঢাকা, ২২ ডিসেম্বর: নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ৷সোমবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি ইমান আলী আগামী ৬ সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত করেছে৷ এআদেশের ফলে নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী৷ আগামী বুধবার ২৪ ডিসেম্বর নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷ চেম্বার আদালতে জজ আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী এএম আমিন উদ্দিন৷
নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে গত ১৪ ডিসেম্বর আদেশ দেয় হাইকোর্ট৷ এক আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মোঃ খসরম্নজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়৷
এডভোকেট মাসুদ রানা সাংবাদিকদের বলেন, আগামী ২৪ ডিসেম্বর নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা৷ রাশিদুল হাসান রিন্টু নামে একজন প্রার্থী নির্বাচনের অপর প্রার্থী নিজাম উদ্দিন ভুইয়া ও আব্দুল মোমেন মোল্লার প্রার্থীতা বাতিল চেয়ে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনে আবেদন করেন৷
প্রার্থীতা বাতিল চেয়ে করা আবেদনে বলা হয়, এ প্রার্থীরা একই সঙ্গে এফবিসিসিআই ও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ভোটার৷ অথচ বানিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪ এর ৫ঘ ধারায় বলা আছে, কোন সদস্য একই সাথে দুই জায়গায় ভোটার হতে পারবে না৷ তাই তাদের প্রার্থীতা বাতিল করা হোক মর্মে আবেদনে আরজি জানানো হয়৷
নির্বাচন কমিশন তাদের প্রার্থীতা বাতিল ঘোষণা করেন৷ পরবর্তীতে আপিল বোর্ডে নতুন করে ওই দুইজনের প্রার্থীতা বাতিলের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়৷ আপিল বোর্ড তাদের বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন৷ আপিল বোর্ডের দেয়া আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করলে এই নির্বাচন আগামী তিন মাসের জন্য স্থগিত করে আদালত৷ একই সঙ্গে এই তিন ভোটারের প্রার্থীতা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করে আদালত৷ সংশ্লিষ্টদেরকে এ রম্নলের জবাব দিতে বলা হয়৷