ugc_185897

দৈনিকবার্তা-ঢাকা, ২২ ডিসেম্বর: প্রধানমন্ত্রীর দিক নিদের্শনার আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট দূর ও শিৰার গুণগতমান উন্নীতকল্পে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি অনার্স ও মাস্টার্স কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে ন্যসত্ম করার লৰ্যে বিশ্ববিদ্যলয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সোমবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছে৷ইউজিসি মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী৷ অনুষ্ঠানে ৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ উপস্থিত ছিলেন ৷

উল্লেখ্য, প্রধানমন্ত্রী গত ৩১ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সব সরকারি কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার নির্দেশনা দেন৷ এরপর শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে করণীয় ঠিক করতে ইউজিসিকে অনুরোধ জানায়৷ তারই ধারাবাহিকতায় ইউজিসি আজ এই মতবিনিময় করলো৷ এর আগে ৭ ডিসেম্বর ৩৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এ ব্যাপারে ইউজিসির সাথে এক জরুরি সভায় মিলিত হন৷

সভায় ইউজিসি চেয়ারম্যান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি অনার্স ও মাস্টার্স কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হলে উ”চশিৰার গুণগতমান বৃদ্ধি ও সেশনজট যেমন হ্রাস পাবে পাশাপাশি সরকারি কলেজের শিক্ষক ও ছাত্রসমাজের সম্মান ও মযর্াদা অনেকগুণ বৃদ্ধি পাবে৷ তিনি বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য কলেজ পযর্ায়ের শিক্ষার মান উন্নয়ন অতীব জরুরি৷ বিসিএস সাধারণ শিক্ষা সমিতির প্রতিনিধিরা তাদের বক্তব্য সভায় তুলে ধরেন এবং উচ্চশিক্ষা মানোন্নয়নের ব্যাপারে ইউজিসির সাথে একমত পোষণ করেন৷

ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মাদ মোহাব্বত খান, প্রফেসর ড. আবুল হাশেম, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোঃ আনোয়ারুল আযীম আরিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর খালেদা একরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান ও ইউজিসি সচিব ড. মোঃ খালেদ ও কমিশনের উচ্চপদ কর্মকতর্ারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷