দৈনিকবার্তা-রংপুর, ২২ ডিসেম্বর: দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, সমাজের সকল সত্মর থেকে দুর্নীতি প্রতিরোধে নারীর অংশগ্রহণ অত্যনত্ম জরুরি৷ দুর্নীতি প্রতিরোধ কর্মকান্ডে ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে দেশের উন্নয়ন আরো ত্বরান্বিত করতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন৷তিনি সোমবার দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয় এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক যৌথভাবে নগরীর
আরডিআরএস বাংলাদেশ-এর বেগম রোকেয়া মিলনায়তনে আয়োজিত ‘দুর্নীতি প্রতিরোধে নারীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন৷’দুর্নীতি প্রতিরোধে সবার অংশিদারিত্ব দরকার৷ নারীরা এ ক্ষেত্রে অগ্রগণ্য৷ কারণ নারীরাই মা হিসেবে আমাদের প্রথম শিক্ষক৷ মায়েরা ছোটো বেলায় দুর্নীতি প্রতিরোধের শিক্ষা দিলে প্রত্যেক মানুষ সারাজীবন প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি মুক্ত থাকতে সচেষ্ট হবে৷আরডিআরএস বাংলাদেশ-এর হেড অব প্রোগ্রাম কো-অর্ডিনেশন মঞ্জুশ্রী সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, পেশাজীবি ফোরামের সদস্য, শিৰা প্রতিষ্ঠান প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা এই আলোচনায় অংশগ্রহণ করেন৷তারা সমজের বিভিন্ন সত্মরে চলমান দুনর্ীতি সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেন এবং তা প্রতিরোধে নানা পরামর্শ দেন৷তারা প্রানত্মিক থেকে জাতীয় পর্যায়ে নারীরা কীভাবে দুর্নীতির শিকার হন, কীভাবে এই দুর্নীতি প্রতিরোধ করা যায় এবং দুর্নীতি দমন কমিশন এ ক্ষেত্রে কী ভূমিকা রাখতে পারেন সে বিষয়ে আলোচনা করেন৷
সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. মোজাম্মেল হক বলেন, কেবল ঘুষ দেয়া-নেয়াই দুর্নীতি নয়৷ যে কোনোভাবে নিজ দায়িত্বে অবহেলা করা বা যথাযথভাবে পালন না করাও দুর্নীতি৷ সূক্ষ্মভাবে দেখলে পরিবারে, সমাজে এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি হয়ে থাকে৷ সবাইকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে৷
দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ ও গবেষণা) ড. শামসুল আরেফিন বলেন, দুর্নীতি প্রতিরোধে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় দুর্নীতি দমন কমিশন৷ দুদকের মূল ভাবনা হলো, ব্যক্তিগত পর্যায়ে উদ্যোগ গ্রহণ এবং দুর্নীতি হ্রাস করা৷ স্কুলভিত্তিক সততা সংঘগুলো এ বিষয়ে কাজ করছে৷ স’ানীয় উদ্যোগগুলোই সততা সংঘকে শক্তিশালী করবে বলে আমরা আশাবাদী৷
অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম, এবং জামর্ান ডেভেলপমেন্ট কো-অপারেশন (জিআইজেড)-এর কমিউনিটি অ্যাকশন কোঅর্ডিনেটর বিনয় কুমার ঝাঁ৷