দৈনিকবার্তা-ঢাকা, ২২ ডিসেম্বর: বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, মানহানিকর বক্তব্য ও ইতিহাস বিকৃতির অভিযোগে সোমবার (২২ ডিসেম্বর)দেশের বিভিন্ন জেলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আরো ১৯ মামলা হয়েছে৷এসব মামলা আমলে নিয়ে আদালত তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেছেন৷ এর আগে রোববার (২১ ডিসেম্বর) একই অভিযোগে দেশের বিভিন্ন জেলায় বেশকিছু মামলা হয়৷ এসব মামলার কয়েকটিতে সমন জারি করেন আদালত৷
বঙ্গবন্ধুকে কূটক্তি করার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত৷ সোমবার খুলনা পজলা মহানগর হাকিম জাকির হোসেন টিপু শুনানি শেষে এ আদেশ দেন৷খুলনা জেলা ছাত্রলীগ নেতা শাহ জালাল মোল্লা সুজন তার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন৷তারেকের বিরুদ্ধে খুলনায় আরো ২টি আদালতে একই অভিযোগে ৩টি অভিযোগ দায়ের করা হয়েছে৷
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুনানি শেষে মহানগর হাকিম জাকির হোসেন টিপু অভিযোগ আমলে নিয়ে তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে৷ আর দায়েরকৃত বাকি অভিযোগগুলো আদালত আদেশের জন্য রেখেছে৷ এ সময় আওয়ামী লীগের আইনজীবী ও নেতারা আদালতে উপস্থিত ছিলেন৷
গত ১৫ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে লন্ডনে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দাবি করেন, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসার ঠিক আগে ইয়াহিয়া খানকে প্রেসিডেন্ট মেনে নিয়ে তার সঙ্গে সমঝোতা করেছিলেন শেখ মুজিবুর রহমান৷ তিনি \’রাজাকার, খুনি ও পাকবন্ধু\’৷
এর আগে তার বিরুদ্ধে নোটিশ পাঠানো হয়৷ ওই নোটিসে বলা হয়, \’বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হওয়ার পরও আপনার মধ্যে রাজনৈতিক পরিপক্কতা ও ইতিহাসের জ্ঞান নেই৷উকিল নোটিস গুলশানে খালেদা জিয়ার বাসভবন ও বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে পাঠানো হয়৷সিলেট: দুপুর ২টায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে পৃথক দুই মামলা হয়৷
মামলা দুইটি করেন সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান আহমদ চৌধুরী এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি শামীম মোল্লা৷
পরে আদালতের বিচারক আনোয়ারুল হক মামলা দুটি গ্রহণ করে সরকারের অনুমোদনক্রমে তদন্ত প্রতিবেদন দাখিল করতে শাহপরাণ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন৷
বরগুনা: সকালে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নোমান মঈনউদ্দিনের আদালতে মামলা করেন জেলা ছাত্রলীগের সভাপতি রুবায়েত আদনান অনিক৷
বরিশাল: দুপুরে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা করেছেন বরিশাল ব্রজমোহন কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নাহিদ সেরনিয়াবাদ ও বরিশাল আদালতের আইনজীবী কাইয়ুম খান কায়সার৷মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নূসরাত জাহান মামলাটি আমলে নিয়ে সমন জারি করেছেন৷যশোর: বেলা ১২টায় তারেক রহমানের বিরুদ্ধে মামনহানির অভিযোগ এনে মামলা করেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন৷
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি) আদালতের বিচারক আবু ইব্রাহিম মামলাটি আমলে নেন৷এরআগে, ছাত্রলীগের জেলা আইন বিষয়ক সম্পাদক মাহমুদ কবীর কাকন বেলা সাড়ে ১১টায় একই অভিযোগে তারেকেরে বিরুদ্ধে আরো এক মামলা করেন৷
খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মংসাপ্রু মার্মা সকালে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন৷
পরে দুপুর সাড়ে ১২টায় ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আমলি আদালত তারেক রহমানকে আগামী ২২ জানুয়ারির মধ্যে স্বশরীরে আদালতে হাজিরের নির্দেশ দেন৷
নড়াইল: সকালে নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল মাহমুদ তুফান বাদী হয়ে একটি মামলা করেন৷ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সালেহুজ্জামান মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও আগামী ১০ জানুয়ারি দিন ধার্য করেন৷
পিরোজপুর: সকালে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) আলাউদ্দিন খান একটি মামলা করেন৷সনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুল বাসারের আদালত মামলাটি আমলে নিয়ে শুনানি শেষে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন৷
কুমিল্লা: দুপুরে কুমিল্লায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৪নং আমলি আদালতে তারেক রহমানের বিরুদ্ধে পৃথক তিন মামলা হয়েছে৷
মামলার বাদীরা হলেন, কুমিল্লার দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমেদ, চান্দিনা ছাত্রলীগ পৌর শাখার সভাপতি মো. মোজাম্মেল হক ও তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল পারভেজ৷
কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক আফরোজা জেসমিন কলি, নাছরিন জাহান ও মিথীলা ইসলাম মামলা তিনটি আমলে নিয়ে আগামী বছরের ৩০ জানুয়ারি স্বশরীরে আদালতে হাজির হতে তারেক রহমানের নামে সমন জারি করেন৷ঠাকুরগাঁও: দুপুরে ঠাকুরগাঁও নাগরিক কমিটির সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক ডা. শেখ ফরিদ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার আলী খানের আদালতে মামলা করেন৷
আদালত মামলা আমলে নিয়ে সমন জারি ও ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণ করেন৷
মাদারীপুর: মাদারীপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. বাবুল আখতার দুপুরে মামলা করেন৷জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নূরুননাহার ইয়াসমিন মামলাটি আমলে নিয়ে তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানা জারি করেন৷
গোপালগঞ্জ:বেলা ১২টায় গোপালগঞ্জের মুক্তিযোদ্ধা মো. শওকত আলী খান বাদী হয়ে তারেক রহমানসহ বিএনপির ৫ নেতাকে আসামি করে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের৷শুনানি শেষে আদালতের বিচারক ইসরাত জাহান তামান্না আসামিদের বিরুদ্ধে গ্রেফতাবি পরোয়ানা জারি ও পরবর্তী শুনানির জন্য ১৩ জানুয়ারি দিন ধাযর্্য করেন৷
কুষ্টিয়া: ২০ হাজার কোটি টাকা মানহানির অভিযোগ এনে দুপুরে মামলা করেন জেলা ছাত্রলীগের সভাপতি আলী মুর্তজা সিদ্দিকী খসরু৷দুপুরে কুষ্টিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগ গ্রহণ করে সমন জারি করেন৷নওগাঁ: সকালে নওগাঁ ১নং জুডিশিয়াল আদালতে জেলা ছাত্রলীগের সভাপতি রহমানিয়া রিজভী ও সাধারণ সম্পাদক শ্রী বিমান কুমার রায় বাদী পৃথক দুটি মামলা করেন৷