enu_48020141221171821

দৈনিকবার্তা, ২১ ডিসেম্বর: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজাকার-জঙ্গিদের গণতন্ত্র নয়, মানুষের গণতন্ত্র চাই৷ রোববার সকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে টেলিভিশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) আয়োজিত বিজয় দিবস সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন৷

সংগঠনের সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার৷ বক্ত ব্য রাখেন রয়েল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দীন মোল্লা, সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ও কবি রাজু আলিম৷

তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্র আমরা সবাই চাই, গণতন্ত্র চাই মানুষের ৷ খালেদা জিয়া ও রাজাকারের গণতন্ত্র আমরা বাংলাদেশে হতে দেব না৷ বাংলাদেশে আর কোনদিন রাজাকার, জঙ্গিবাদের সমর্থন নিয়ে কোন সরকার হতে দেয়া হবে না৷ যদি সমৃদ্ধ বাংলাদেশ চান, উন্নত গণমাধ্যম চান, সামরিক সরকার আর নয়, রাজাকার-জঙ্গি সমর্থক সরকার আর নয়৷

ইনু বলেন, খালেদা জিয়া আবার গণতন্ত্রের জন্য হুঙ্কার দিচেছন, তিনি জনসভা করবেন ৫ তারিখে৷ জনসভা আর সরকার পতনের হুঙ্কার যদি একসঙ্গে দেন, তাহলে আমরা একটু শঙ্কিত হই৷ কারণ খালেদা জিয়ার রেকর্ড খারাপ৷ সেটা হলো তিনি জঙ্গিবাদ লেলিয়ে দেন, চলনত্ম বাসে আগুন ধরিয়ে দেন, চলনত্ম ট্রেন থেকে মানুষ ফেলে দেন, পুলিশের মাথা থেতলে দেন, শিশুকে হত্যা করেন৷ মেহের আফরোজ চুমকি বলেন, বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে সাংবাদিকরা ভূমিকা রেখেছেন৷ তাই সাংবাদিকদেরকে রাষ্ট্রের অনেক বিষয়ই নজরে রাখতে হবে৷

সম্প্রতি পাকিসত্মানে জঙ্গি হামলায় শিশু হত্যা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশও এ অবস্থার পথে গিয়েছিল, শেখ হাসিনা সে পথ থেকে জাতিকে বাঁচিয়েছেন৷ যার নমুনা ২১ গ্রেনেড হামলা, রমনা বটমূলের বোমা হামলা, উদীচির অনুষ্ঠানে হামলা ও সিনেমা হলে হামলা- এখন এসব বন্ধ হয়েছে৷ জঙ্গিদের উত্থানের পথ রুদ্ধ হয়েছে৷ সাংবাদিকরা সরকারের ভুলের সমালোচনা করবে, পাশাপাশি সরকারের নেতৃত্বে দেশের অগ্রগতি ও উন্নয়নের খবর তুলে ধরতে হবে৷ সুন্দর একটি দেশ চাই আমরা৷ যেখানে নারীর নিরাপত্তা ও শিশুর সুন্দর ভবিষ্যত্‍ রচনা করা হবে৷

মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন হাবিব, বীর মুক্তিযোদ্ধা সদরুল হক সুদা, চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মৌ এবং বিটিভি’র ডিডিজি বাহার উদ্দিন খেলনকে ট্র্যাব-২০১৪ সম্মাননা প্রদান করা হয়৷ তথ্যমন্ত্রী সকলের হাতে সম্মাননা পদক তুলে দেন৷