দৈনিকবার্তা, ২১ ডিসেম্বর: ২৫ ডিসেম্বর বড়দিন ও ইংরেজি নববর্ষে রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনোভাবে অবনতি না ঘটে সেজন্য পুলিশের কঠোর নজরদারি থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷ রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বড় দিন ও ইংরেজি নববর্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী৷
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এর আগে বড়দিনে কখনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি৷ এবারও চার্জগুলোয় যাতে খ্রিস্টান ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে যেতে পারেন সে জন্য আইন-শৃঙ্খলাবাহিনীর নজরদারি থাকবে৷ একই সঙ্গে বিদু্যত্ ও ট্রাফিক ব্যবস্থার যাতে বিঘ্ন না ঘটে সেদিকেও নজর রাখা হবে৷অভিজাত এলাকাগুলো বাড়তি নজরদারিতে থাকবে উল্লেখ করে তিনি বলেন, কূটনৈতিক পাড়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে৷
নারায়ণগঞ্জের অপরহরণ ও চঞ্চল্যকর সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে যথাসময়েই ভারত থেকে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷ তিনি বলেন, ধৈযর্্য ধরেন, নূর হোসেন ফিরবে৷নূর হোসেনকে ফেরত পাঠাতে প্রস্তুত ভারত জাতীয় প্রত্রিকায় প্রকাশিত এমন সংবাদের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যখন সময় হবে তখনই নূর হোসেনকে নিয়ে আসা হবে৷ পট্রক্রিয়া চলছে৷ সময় হলে দেখতে পাবেন৷
গত ৪ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত যৌথ বৈঠকে কলকাতায় কারাবন্দী নূর হোসেনকে ফেরত পাঠানোর তাগিদ দেয় বাংলাদেশ৷ এর প্রেক্ষিতে ভারত সরকার নূর হোসেনসহ যেসব সন্দেহভাজন অপরাধী ভারতে পালিয়ে আছেন, তাদের ফেরত পাঠানোর আশ্বাস দেয়৷
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনা সংঘটনের পর ভারতে পালিয়ে যান নূর হোসেন৷ এরপর ১৪ জুন কলকাতা বিমানবন্দর সংলগ্ন কৈখালী এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ৷ তবে এখনও দেশে ফেরত আনা সম্ভব হয়নি তাকে৷
আলোচিত এই সাত খুনের মামলায় এখন পর্যন্ত ১৭ জন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ৫িয়েছেন৷ তাদের মধ্যে ১৫ জনই র্যাব সদস্য৷গত ২৭ এপ্রিল আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়৷ তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়৷
এ ঘটনায় অভিযোগ তদন্তে হাইকোটের্র নির্দেশে গত বছরের ৭ মে শাহজাহান আলী মোল্লাকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়৷ পাশাপাশি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও নেয় সরকার৷
থার্টিফার্স্টে ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা ব্যবস্থা জোরদার থাকবে৷ কূটনৈতিক এলাকা, বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে৷ এছাড়া রাজধানীর গুলশান, বনানী, ধানমণ্ডি, ফার্মগেট এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রাখা হবে৷স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, স্বরাষ্ট্র সচিব ড. মো. মোজাম্মেল হক খান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. কামাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন৷এছাড়াও উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), ফায়ার সার্ভিসের ঊধর্্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা৷