দৈনিকবার্তা, ২১ ডিসেম্বর: হাজারীবাগের ট্যানারি শিল্প দ্রুত স্থানান্তর ও সাভারের চামড়া শিল্পনগরী দ্রুত অবকাঠামো নির্মাণে ব্যাংক ঋণ পেতে শিল্প মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছেন বাংলাদেশ ফিনিসড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুট ওয়্যার এঙ্পোর্টার এসোসিয়েশন (বিএফএলএলএফইএ) এর নেতৃবৃন্দ৷রোববার দুপুরে শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বিএফএলএলএফইএ এর প্রতিনিধি দলের বৈঠককালে নেতৃবৃন্দ এ দাবি জানায়৷
বৈঠকে বিএফএলএলএফইএ’র নেতৃবৃন্দ বলেন, চামড়া শিল্পনগরীকে পরিবেশ বান্ধব শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে হলে অত্যাধুনিক মেশিনারি স্থাপন ও উন্নতমানের অবকাঠামো নির্মাণ করতে হবে৷ অবকাঠামো নির্মাণে ৩ হাজার ৩০০ কোটি টাকা ও নতুন মেশিনারি স্থাপনে ১ হাজার ৮০০ কোটি টাকা ব্যয় হবে৷ এই টাকা সংস্থান করতে তারা সমপ্রতি বাংলাদেশ ব্যাংক ঘোষিত সার্কুলারের দ্রুত বাস্তবায়নের দাবি জানান৷
শিল্পমন্ত্রী বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই হাজারীবাগের ট্যানারি স্থানান্তর করে সাভারে পরিবেশ বান্ধব চামড়া শিল্পনগরী চালু হবে৷ এ লক্ষ্যে সরকার ইতোমধ্যেই ট্যানারি মালিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়েছে৷ অবকাঠামো ও মেশিনারি স্থাপনে উদ্যোক্তাদের সহায়তার অংশ হিসেবে সরকার ২৫০ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করছে৷ এরপরও দ্রুত চামড়া শিল্পনগরী চালুর স্বার্থে উদ্যোক্তাদের যে কোনো বাস্তবসম্মত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করা হবে বলে তিনি জানান৷
এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য এ. কে.এম রহমতউল্লাহ, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, চামড়া শিল্পনগরী ঢাকা এর প্রকল্প পরিচালক সিরাজুল হায়দার, মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান লুত্ফর রহমান তরফদার, বিএফএলএলএফইএ- এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু তাহের, নির্বাহী কমিটির সদস্য মো. শহিদুল্লাহ প্রমুখ৷