দৈনিকবার্তা, ২১ ডিসেম্বর: রাজধানীর ফুটপাতগুলো দখলমুক্ত করতে পর্যায়ক্রমে অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷এছাড়া অবৈধ রিকশার বিরুদ্ধেও অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তিনি৷জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২২তম সভাশেষে সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন৷
তিনি বলেন, ঢাকা শহরে পর্যায়ক্রমে ফুটপাত দখলমুক্ত করা হবে৷ এজন্য প্রথমে বিভিন্ন এলাকা চিহ্নিত করা হবে এবং পর্যায়ক্রমে সেগুলো দখলমুক্ত করা হবে৷সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে এ কাজ করা হবে বলে জানান মন্ত্রী৷রাজধানীর রমনা রেস্তোরাঁয় জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ওই সভা অনুষ্ঠিত হয়৷
ওবায়দুল কাদের বলেন, অবৈধ রিকশা প্রতিরোধে এক মাস সময় দিয়ে অভিযান চালানো হবে৷ এছাড়া সড়ক পরিবহন আইন যুগোপযোগী করার জন্য পরিবহন মালিক সমিতির সঙ্গে বসে আইন সংশোধন করা হবে৷ঢাকা মহানগর পুলিশ ও সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, ঢাকায় প্রায় সোয়া দুই লাখ রিকশা চলাচল করছে, যার পৌনে দুই লাখেরই বৈধ নিবন্ধন নেই৷
ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষসেই ঊনিশশ আশির দশক থেকে নতুন লাইসেন্স দেওয়া বন্ধ রেখেছে৷ বাসযাত্রীদের সুবিধার্থে এবং যানজট কমাতে রাজধানীতে ২০টি বাস বে নির্মাণ করার পরিকল্পনার কথাও জানান তিনি৷
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, সংসদ সদস্য তারানা হালিম, কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রধান ও চলচ্চিত্র অভিনেতা ইলিয়াহ কাঞ্চনসহ আরো অনেকে৷