দৈনিকবার্তা-নারায়ণগঞ্জ, ২১ ডিসেম্বর: নারায়ণগঞ্জের সাত খুন মামলায় সিপাহী আসাদুজ্জামান নামের আরো এক র্যাব সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ৷ মামলার তদনত্ম কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মন্ডল রবিবার সকালে তাকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কে.এম. মহিউদ্দিনের আদালতে তাকে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে৷মামলার তদনত্ম কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মন্ডল জানান, আসাদুজ্জামান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত র্যাব-১১’র কার্য্যালয়ে কর্মরত ছিলেন৷ শনিবার রাতে সেখান থেকে তাকে সাত খুন মামলায় আসামী হিসেবে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ৷ সাত খুন মামলায় এ পর্যনত্ম র্যাবের ১৭ জনসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷
বাদি পক্ষের আইনজীবি ও জেলা আইনজীবি সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান জানান, র্যাব সদস্য আসাদুজ্জামান আলোচিত সাত খুনের ঘটনার সাথে প্রত্যৰভাবে জড়িত ছিল৷ রিমান্ডে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে এ ঘটনার বিষয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে৷
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন৷ পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয় জনের ও পরদিন ১ মে একজনের লাশ উদ্ধার করে পুলিশ৷ এই ঘটনায় নিহত কাউন্সিলর নজরম্নল ইসলামসহ ৫ জনকে অপহরণের পর হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ফতুলস্না মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন৷ অন্যদিকে আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম অপহরণ ও হত্যার ঘটনায় তার জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুলস্না মডেল থানায় পৃথক আরেকটি মামলা দায়ের করেন৷