PSC__JSC_881639614

দৈনিকবার্তা, ২১ ডিসেম্বর: জুনিয়র স্কুলসার্টিফিকেট(জেএসসি)ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ফল প্রকাশ কর হবে আগামী ৩০ ডিসেম্বর৷রোববার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ কথা জানান৷উল্লেখ্য, কয়েকদফা পিছিয়ে গত ৭ ডিসেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়৷২ নভেম্বর পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও জামায়াতে ইসলামির হরতালের কারণে তা সম্ভব হয়নি৷

আগামী ৩০ ডিসেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে৷প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার রোববার জানান, উভয় পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী ৩০ ডিসেম্বর সময় দিয়েছেন৷ রেওয়াজ অনুযায়ী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ওইদিন সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন৷

প্রধানমন্ত্রীকে ফল জানানোর পর বেলা ১১টায় সচিবালয়ে জেএসসি-জেডিসির ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে আসবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ৷ আর প্রাথমিক ও ইবতেদায়ীর ফলাফল নিয়ে মন্ত্রী মোস্তাফিজুর রহমানের সংবাদ সম্মেলন হবে বেলা সাড়ে ১২টায়৷মন্ত্রীর সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা স্কুল থেকে ফল জানতে পারবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানান৷

গতবছর ২৯ ডিসেম্বর জেএসসি এবং তার পরদিন প্রাথমিক সমাপনীর ফল প্রকাশ করা হয়েছিল৷ তার আগের বছর ২৬ ডিসেম্বর একইসঙ্গে জানানো হয়েছিল এ দুই পরীক্ষার ফল৷এ বছর ২ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও জামায়াতের হরতালের কারণে তা ৭ নভেম্বর শুরু হয়৷

হরতালের কারণে জেএসসি- জেডিসির চার দিনের পরীক্ষা পিছিয়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ৷ ফলে ১৮ নভেম্বর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও তা ২০ নভেম্বর শেষ হয়৷এবার ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নেয়৷আর গত ২৩ থেকে ৩০ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ নেয় ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ শিক্ষার্থী৷

জেএসসি-জেডিসির ফল এবার ২৮ ডিসেম্বর প্রকাশের কথা ভাবা হলেও প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় না পাওয়ায় প্রাথমিক সমাপনীর সঙ্গেই অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হচ্ছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান৷এদিকে, এবারও নতুন বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৪ কোটি ৪৪ লাখ শিক্ষার্থীর হাতে ৩৫ কোটি নতুন বই তুলে দেবে সরকার৷প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানান, দুই সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করে ওই দিনই প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উত্‍সবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী৷

আর ১ জানুয়ারি মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে বই উত্‍সব করবে বলে জানান তিনি৷গত সাত বছর ধরেই বছর শুরুর দিন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে দিনটি ‘বই উত্‍সব’ হিসাবে উদযাপন করে সরকার৷গত বছর ৩ কোটি ৬৮ লাখ ৮৬ হাজার ১৭২ জন শিক্ষার্থীর মধ্যে ২৬ কোটি ১৮ লাখ ৯ হাজার ১০৬টি বই বিনামূল্যে বিতরণ করা হয়৷