Jason-e1419133446501

দৈনিকবার্তা, ২১ ডিসেম্বর: আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নিয়মিত অধিনায়ক ডুয়াইন ব্র্যাভোর পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন ২১টি আনত্মর্জাতিক ম্যাচ খেলা জেসন হোল্ডার৷আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এই সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন ব্র্যাভো৷ তার সাথে আরো বাদ পড়েছেন সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি এবং কিয়েরন পোলার্ড৷ ডবি্লউআইসিবি’র এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে৷ বিবৃতিতে আরো বলা হয়েছে নির্বাচক প্যানেলের চেয়ারম্যান এবং সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েডই অধিনায়ক হিসেবে জেসনের নাম সুপারিশ করেছেন৷ ভবিষ্যতের কথা বিবেচনা করেই ২৩ বছর বয়সী এই খেলোয়াড়ের উপর দলের নেতৃত্ব দেয়া হয়েছে৷

জ্যামাইকা অবসরাভার পত্রিকার লয়েডের বরাত দিয়ে বলা হয়েছে, জেসন এমন একজন ভাল তরম্নণ খেলোয়াড় যাকে নিয়ে ভবিষ্যত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দীর্ঘমেয়াদে উপকৃত হতে পারে৷ আমরা তাকে দীর্ঘ সময়ে দলে পাবার আশা করছি৷ তার সামনে দারম্নন উজ্জ্বল ভবিষ্যত রয়েছে৷ আমরা তার প্রতি পূর্ণ আস্থা রাখতে পারি৷ সে হাই পারফরমেন্স সেন্টারের অংশ ছিল, এছাড়া অনুধর্্ব-১৯ এবং ওয়েস্ট ইন্ডিজ এ’দলেও সে খেলেছে৷

বেতন সংক্রানত্ম বিষয়ে খেলোয়াড়দের সাথে ডবি্লউআইসিবির বিরোধের জেড় ধরেই ব্র্যাভো, স্যামি ও পোলার্ডকে বাদ দেবার সিদ্ধানত্ম নেয়া হয়েছে৷ এই বিরোধের কারনে কিছুদিন আগে ভারতের বিপৰে সিরিজ শেষ না করেই দেশে ফিরে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ৷ তবে আসন্ন ওয়ানডে সিরিজে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন হার্ড হিটিং ব্যাটসম্যান ক্রিস গেইল যা দলকে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে৷

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড : জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, দিনেশ রামদিন, সুলাইমান বেন, কার্লোস বার্থওয়েইট, জোনাথন কার্টার, শেলডন কোটরেল, নারসিং ডিওনারিন, লিও জনসন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স, ডুয়াইন স্মিথ, জেরম টেইলর৷