bu-2

দৈনিকবার্তা-ঢাকা, ২০ ডিসেম্বর: বছরের প্রথম দিনেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে ৩৫ কোটি বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ৷বছর শেষের ১০ দিন আগে শনিবার মিরপুর শেরে বাংলা ইনডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে বক্তব্যে একথা জানান তিনি৷ শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যপুস্তক উত্‍সবের মাধ্যমে শিক্ষার্থীদের বই পৌঁছে দেওয়ার বিষয়ে সব প্রস্তুতি নেওয়া হয়েছে৷ ১ জানুয়ারি প্রাক-প্রাথমিক, টওাথমিক ও মাধ্যমিক স্তরের ৪ কোটি ৪৪ লাখ শিক্ষার্থীর কাছে ৩৫ কোটি নতুন বই পৌঁছে দেওয়া হবে৷

গত কয়েক বছর ধরে বর্ষশুরুর দিনই বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে নতুন বই তুলে দিয়ে দিনটি বই উত্‍সব হিসেবে উদযাপন করে মন্ত্রণালয়৷ গতবছর ৩ কোটি ৬৮ লাখ ৮৬ হাজার ১৭২ জন শিক্ষার্থীর মধ্যে ২৬ কোটি ১৮ লাখ ৯ হাজার ১০৬টি বই বিনামূল্যে বিতরণ করে সরকার৷

সফটওয়ার নির্মাণ প্রতিষ্ঠান ইএটিএল ও প্রথম আলো আয়োজিত মোবাইল অ্যাপস প্রতিযোগিতা অনুষ্ঠানে উচ্চ শিক্ষার মান ধরে রাখতে সরকারের নানামুখী উদ্যোগও তুলে ধরেন নাহিদ৷ বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি৷ বর্তমানে ৩৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ৮০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে বাংলাদেশে৷

শিক্ষামন্ত্রী বলেন, দেশে এখন সরকারি বিশ্ববিদ্যালয় থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেশি এবং শিক্ষার্থীর সংখ্যাও তুলনামূলক বেশি৷ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১২-১৪টি হয়ত আমরা ধরে রাখতে পারব না, এগুলো বাতিল হয়ে যাবে৷ হাই কোর্টের আদেশ পেলে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে৷

অনুনোমুদিত ক্যাম্পাস থাকায় ইতোমধ্যে বেসরকারি ১২টি বিশ্ববিদ্যালয়ে ৪৮টি ক্যাম্পাসে ভর্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)৷ তিনি বলেন, আমরা ১২টি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ধরে রাখতে পারবো না, সেগুলো বন্ধ হবেই৷ কিন্তু হাইকোর্টের অর্ডারের কারণে আমরা এখনো তা পারছি না৷

নাহিদ বলেন, আমাদের দেশে ৩০টি পাবলিক এবং ৮০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে৷ কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোন কোনটি শিক্ষার চেয়ে ব্যবসা নিয়ে ব্যস্ত৷ তাদের বারবার বলেও পরিবর্তন করানো যায়নি৷এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ১২টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ভর্তিচ্ছুদের সর্তক হওয়ার আহ্বান জানায়৷