দৈনিকবার্তা-ঢাকা,২০ ডিসেম্বর: বহুদলীয় গণতন্ত্রে সব বিষয়ে সব দলের ঐক্য হবে না এটাই স্বাভাবিক তবে সংবিধানের মৌলিক বিষয়ে সব দলের ঐক্য থাকতে হবে৷শনিবার দুপুরে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার ইন-এ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের গণতন্ত্র, দল এবং রাজনীতি বিষয়ক এক গবেষণা প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন এ কথা বলেন৷ গণতন্ত্র, দল এবং রাজনীতি শীর্ষক এই আলোচনা সভায় কামাল বলেন, শুধু নির্বাচন দিয়েই কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না৷ প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে৷অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, শুধু নির্বাচন দিয়েই কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না৷ প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে করতে হবে৷ কিন্তু আমরা কি এতো বছরেও সেই প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরেছি?গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে ৫ জানুয়ারির নির্বাচনের বিকল্প ছিল না বলে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের প্রেক্ষাপটে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, শুধু নির্বাচন গণতন্ত্রের মাপকাঠি নয়৷
বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনের সমালোচনামুখর প্রবীণ এই রাজনীতিক শনিবার এক আলোচনা সভায় বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অকার্যকরিতায় হতাশা প্রকাশ করে একথা বলেন৷ সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ৫ জানুযারি নির্বাচন না হলে দেশে ওয়ান ইলেভেনের পরিস্থিতি সৃষ্টি হতে পারত৷ সরকারের দায়িত্ব হল এ ধরনের পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করা, মহাজোট সরকার সেটাই করেছে৷২০১৩ সালজুড়ে রাজনৈতিক সংঘাতের পর ৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন হয়ে আওয়ামী লীগ বাংলাদেশের আপাত শান্ত পরিস্থিতিতে সন্তুষ্ট হলেও বিএনপি নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছে৷ এই পরিস্থিতিকে অস্বাভাবিক মনে করছেন কামাল হোসেন৷ এটা কেউ অস্বীকার করতে পারবে না৷ এই অস্বাভাবিক অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় যেতে হলে একটি পথ বের করতে হবে এ আলোচনায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরীও একই কথা বলেন এবং তিনি সেইসঙ্গে সরকারকেই দায়ী করেন৷
দলের ভেতর গণতন্ত্রের পাশাপাশি দেশে একটি প্রতিনিধিত্বমূলক সরকারও থাকতে হবে৷ কিন্তু বাংলাদেশে প্রতিনিধিত্বমূলক সরকার অনুপস্থিত৷গণতন্ত্রের জন্য স্পেস দরকার৷ কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাসে সে স্পেস আজ পাওয়া যাচ্ছে না৷অবস্থার পরিবর্তনে জাতীয় সংলাপের আহ্বান জানিয়ে কামাল হোসেন বলেন, কেবল আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংলাপ হলে চলবে না৷ সংলাপ হতে হবে ছোট-বড় সব দলের মধ্যে৷ তবে সংবিধানের মূলনীতি মেনেই সংলাপে বসা উচিত্৷ বিএনপি নেতা আমীর খসরুও সংলাপের মধ্য দিয়ে নির্দলীয় সরকারের অধীনে সবার অংশগ্রহণে একটি নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন৷ সংলাপে অনাপত্তি জানিয়ে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সমপ্রতি বঙ্গবন্ধুকে রাজাকার বলে তারেক রহমানের বক্তব্যের দিকে ইঙ্গিত করে পাল্টা বলেন, কেউ এ পর্যায়ে নেমে গেলে সংলাপের পরিবেশ থাকে না৷ মুক্তিযুদ্ধ, সংবিধান মেনেই সংলাপ করতে হবে৷ স্বাধীনতাবিরোধী এবং স্বাধীনতার পক্ষের মধ্যে কোনো সংলাপ হতে পারে না৷বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা কামাল হোসেন বলেন, বহুদলীয় গণতন্ত্রে সব বিষয়ে সব দলের ঐক্য হবে না এটাই স্বাভাবিক, তবে সংবিধানের মৌলিকতার বিষয়ে সব দলের ঐক্য থাকতে হবে৷ রাজনীতিতে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য দেশের প্রধান দুই দলকে সংলাপের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, কেবল মাত্র আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংলাপ হলে চলবে না৷ সংলাপ হতে হবে ছোটো-বড় সব দলের মধ্যে৷ আসুন আমরা সবাই মিলে সংলাপ করি৷ তবে সংবিধানের মূলনীতি মেনেই সংলাপে বসা উচিত্৷
এ সময় তিনি তরুণদের রাজনীতিতে কার্যকরভাবে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টির জন্য রাজনীতিবিদদের টওতি আহ্বান জানান৷ অন্যান্য প্রতিষ্ঠানের মতো বিশ্ববিদ্যালয়গুলোতেও পুনরায় প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের চর্চা জোরদার করার জন্য সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি৷তিনি বলেন, রাজনীতির মধ্য দিয়েই আমাদের ঐক্যে আসতে হবে৷ সব বিষয়ে ঐক্য না হলেও সংবিধানের মৌলিকতায় আমাদের ঐক্য থাকতে হবে৷দেশে একটি অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে মন্তব্য করে ড. কামাল হোসেন বলেন, এটা কেউ অস্বীকার করতে পারবে না৷ এই অস্বাভাবিক অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় যেতে হলে একটি পথ বের করতে হবে৷ সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নির্বাচন হবে এটাই এখন সবার প্রত্যাশা৷ এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বিষয়ে কারো কোনো দ্বিমত নেই৷অনুষ্ঠানে বক্তব্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন সংলাপের জন্য দুই প্রধান দলকেই ছাড় দেওয়ার আহ্বান জানান৷আওয়ামী লীগকে সংলাপে আসার, বিএনপিকে জামায়াত ত্যাগ করার এবং জামায়াতকে যুদ্ধাপরাধীদের ত্যাগ করার পরামর্শ দেন তিনি৷ ড. বিনায়ক সেন বলেন, কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন যদি রাজনৈতিক উন্নয়নকে ছাপিয়ে যায় তাহলে সমাজে ভারসাম্যহীনতার সৃষ্টি হয়৷ বাংলাদেশের রাজনীতি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের উপর ভর করে বেঁচে আছে৷ তিনি বলেন, অদক্ষ শ্রমিকরা যখন অর্থনীতির ধারক হন তখন তারা গণতান্ত্রিক অধিকার আদায় করতে পারে না৷ মধ্যবিত্ত শ্রেণি সুবিধাভোগী বলেই জাতীয় বিভিন্ন সংকটে তারা নিশ্চুপ থাকে৷ আর এতে ক্ষতিগ্রস্ত হয় গণতন্ত্র৷ প্রকাশিত প্রতিবেদনে রাষ্ট্র, জনগণ, গণতন্ত্র, রাজনীতি, দল, ক্ষমতা, সংবিধান, বাক স্বাধীনতা, সহিংসতা, রাজনৈতিক দলের অর্থায়ন, মনোনয়ন পদ্ধতি, প্রতিনিধিত্ব, প্রভাব, কমিটি কার্যক্রম, রাজনেতিক দলের নিয়ন্ত্রণ, সংসদীয় প্রতিনিধিত্বসহ আরও বেশ কিছু বিষয়ে বিশ্লেষণ করা হয়েছে৷ এটি বিআইজিডির এ ধরনের সপ্তম প্রতিবেদন৷ অধ্যাপক ইমতিয়াজ বলেন, আমাদের রাজনীতির ভাষা অনেক বদলে গেছে৷ রাজনীতিবিদরা এখন জনগণের ভাষায় কথা বলেন না৷প্রকাশনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিআইডিএস’র গবেষণা পরিচালক ড. বিনায়ক সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ৷ এছাড়াও বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, দাতাগোষ্ঠীসহ দেশী-বিদেশি সংস্থার প্রতিনিধি, রাজনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে৷অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিআইজিডি’র নির্বাহী পরিচালক ড. সুলতান হাফিজ রহমান৷