1419073507

দৈনিকবার্তা-ঢাকা, ২০ ডিসেম্বর: রিয়েলএস্টেট হাইজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ৫ দিনব্যাপী রিহ্যাব উইন্টার ফেয়ার-২০১৪’ আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে৷শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে রিহ্যাবের পক্ষ থেকে এ কথা জানানো হয়৷ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে এবারের ফেয়ার উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন৷প্রতিবছরের মতো এবারও রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) উইন্টার ফেয়ারের এ আয়োজন করেছে৷ উইন্টার ফেয়ারে মোট ১৫০টি স্টল ও কো-স্পন্সর হিসেবে ১৩টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে৷ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্তন্ত চলবে৷

কো-স্পন্সর প্রতিষ্ঠান সমূহের মধ্যে রয়েছে,আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড, অ্যাসুরেন্স ডেভেলপমেন্টস, কমফোর্ট হোমস, কমপ্রিহেন্সিভ হোল্ডিংস, কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডিং প্রোডাক্টস, ডম-ইননো বিল্ডার্স লিমিটেড, ইস্টার্ন হাউজিং, জেনিটিক, আইডিয়াল রিয়েল এস্টেট, নাভানা রিয়েল এস্টেস, রাকিন ডেভেলপমেন্ট কোম্পানি (বিডি), রুপায়ন হাউজিং এস্টেট ও শামসুল আলামিন রিয়েল এস্টেট লিমিটেড৷

ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রবিউল হক বলেন, রিহ্যাব ২০০১ সাল থেকে উইন্টার ফেয়ার করে আসছে৷ মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অনুমোদিত প্রকল্প উপস্থাপন,প্রর্দশন ও বিক্রয় করবে৷ তবে অনুমোদনহীন প্রকল্প উপস্থাপন, প্রদর্শন ও বিক্রয় বন্ধ করতে রিহ্যাব ও রাউজকের সমন্বয়ে গঠিত একটি দল সার্বক্ষণিক মনিটরিং ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে৷রবিউল বলেন, গত দুই দশক ধরে রিহ্যাব দেশের মানুষের আবাসন সমস্যা নিরসনে কাজ করে আসছে৷ পাশাপাশি দেশের অর্থনীতি সমৃদ্ধ করণে ১১৮৮টি সদস্য প্রতিষ্ঠান পরিবেশবান্ধব নিরাপদ আবাসনে অবদান রাখছে৷

তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতাসহ বেশ কিছু কারণে গত কয়েকবছর ধরে আবাসন শিল্পে মন্দাভাব বিরাজ করছে৷

বিভিন্ন প্রতিকূলতার মাঝেও এ শিল্পকে বাঁচিয়ে রাখতে আবাসন প্রকল্প নির্মাণে জমি বরাদ্দের দাবি জানান তিনি৷একই সাথে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তির আওতায় প্রকল্প গ্রহণ করা হলে এ শিল্পকে এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন রবিউল হক৷

এ শিল্পের স্থবিরতা কাটাতে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী তহবিল গঠন এবং এ তহবিল থেকে ক্রেতা পর্যায়ে সিঙ্গেল সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করলে এ খাতে পুনরায় গতি ফিরে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা৷

নকশা অনুমোদনে দীর্ঘসূত্রিতা ও বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়হীনতা এ খাতের সমস্যাগুলোকে আরো প্রকট করে তুলেছে বলে অভিযোগ করেন রবিউল হক৷ রাউজকের আওতাধীন এলাকায় ইমারতের নকশা দ্রুত অনুমোদনের জন্য ওয়ান স্টপ সার্ভিস সেল চালু করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি৷

২০০১ সাল থেকে ঢাকায় ১৩টি, চট্টগ্রামে ৮টি, যুক্তরাষ্ট্রে ১২টি এবং যুক্তরাজ্য, দুবাই, ইতালি, কানাডা, সিডনিতে একটি করে রিহ্যাব হাউজিং ফেয়ারের আয়োজন করে৷ বিদেশের এসব মেলার মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে বলেও দাবি করেন রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি৷তিনি বলেন, রিহ্যাব ফেয়ারে প্রবেশমূল্য সিঙ্গেল ৫০ ও মাল্টিপল এন্ট্রি ১০০ টাকা৷ প্রবেশ টিকিটে থাকবে র্যাফেল ড্র এবং ৪২ ইঞ্চি এলইডি টিভিসহ আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার৷সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মো. শাকিল কামাল চৌধুরী, কার্য নির্বাহী সদস্য প্রকৌশলী মো.সরওয়ার্দী ভূঁইয়া, প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা ও কামাল আহমেদ৷